পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় তিন হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে পর্যটন খাতের হোটেল-মোটেল, থিম পার্কের জন্য কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ব্যাংকের মাধ্যমে চার শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তার জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নতুন প্রণোদনা প্যাকেজের নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নীতিমালা জারি করে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, এ প্যাকেজের আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের নিজস্ব তহবিল থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত হোটেল, মোটেল, থিম পার্কে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এক বছর মেয়াদে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ দেবে। গ্রাহক পর্যায়ে সুদহার হবে সর্বোচ্চ আট শতাংশ। তবে সুদ বা মুনাফার অর্ধেক অর্থাৎ চার শতাংশ ঋণগ্রহীতা প্রতিষ্ঠান পরিশোধ করবে আর অবশিষ্ট চার শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দেবে। এ প্যাকেজের আওতায় সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, এ প্যাকেজের আওতায় ঋণ অনুমোদন ও বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নীতিমালাসহ ব্যাংকের নিজস্ব ঋণ ও বিনিয়োগ নীতিমালা অনুসরণ করতে হবে। সরকার ভর্তুকি বাবদ প্রদত্ত সুদ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় এর একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মাধ্যমে প্রদান করবে।
এ প্যাকেজের আওতায় ঋণ/বিনিয়োগ প্রদানের লক্ষ্যে প্রতিটি ব্যাংক তাদের নিজস্ব সীমা নির্ধারণ করে ওই সীমার ওপর ভিত্তি করে ঋণ দেবে। এই সীমা আগামী ২৫ জুলাইয়ের মধ্যে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে জানাতে হবে। ব্যাংকগুলোর চাহিদা ও তহবিলের পর্যাপ্ততার ওপর ভিত্তি করে কেন্দ্রীয় ব্যাংক চূড়ান্ত সীমা নির্ধারণ করে দেবে এবং সে মোতাবেক ব্যাংক ঋণ কার্যক্রম পরিচালনা করবে। এ প্যাকেজের ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসায়িক লেনদেন সন্তোষজনক হলে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ সুবিধাটি নবায়ন করা যাবে। প্যাকেজের আওতায় সুদ বাবদ ভর্তুকি এক বছরের জন্য দেওয়া হবে।
যেসব হোটেল, মোটেল, থিম পার্ক ব্যবসা প্রতিষ্ঠান সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে ইতোপূর্বে কোনো সুবিধা গ্রহণ করেনি তাদের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের লক্ষ্যে এ প্যাকেজের আওতায় ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।