Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বেগম খালেদা জিয়াসহ আসামিদের অপরাধের প্রমাণ মিলেছে

গ্যাটকো মামলায় হাইকোর্টের আদেশ প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

গ্যাটকো (গেøাবাল এগ্রো ট্রেড কোম্পানি লিমিটেড) দুর্নীতি মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আদালত রায়ে বলেছেন, খালেদা জিয়াসহ আসামিদের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের তৎকালিন ডিভিশন বেঞ্চ রায়ে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরের পর গত বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

গ্যাটকো মামলা বাতিলে দুই আসামি সৈয়দ গালিব ও সৈয়দ তানভীরের আবেদন খারিজ করে আদালত বলেছেন, অনভিজ্ঞ ও অদক্ষ কোম্পানিকে কাজ পাইয়ে দিয়েছিলেন খালেদা জিয়া। আর এতে সুবিধা নিয়েছিলেন আরাফাত রহমান কোকো। আদালত তার পর্যবেক্ষণে আরো বলেন, এ মামলায় খালেদা জিয়াসহ বাকিদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা মিলেছে।
গ্যাটকো দুর্নীতি মামলা নিয়ে জারি করা একটি রুলের শুনানি শেষে ২০১৮ সালের ২৫ নভেম্বর দেয়া রায়ে হাইকোর্ট আসামিদের দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে নিম্ন আদালতকে ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছিল।
ওই আদেশেরই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় বুধবার। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ঢাকার তেঁজগাও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।



 

Show all comments
  • Ahasan Habib Saikot ১৬ জুলাই, ২০২১, ৩:০৯ এএম says : 0
    আবারো নাটক শুরু।যখন অন্য কোন পথ থাকে না।তখন এই সব নাটক দিয়ে অন্য দলকে দুমিয়ে রাখা হয়
    Total Reply(0) Reply
  • নূরুজ্জামান নূর ১৬ জুলাই, ২০২১, ৩:০৯ এএম says : 0
    একজন সাবেক প্রধানমন্ত্রীকে মিনিমাম শ্রদ্ধা দেখানো উচিত।
    Total Reply(0) Reply
  • হাদী উজ্জামান ১৬ জুলাই, ২০২১, ৩:১০ এএম says : 0
    বেগম খালেদা জিয়াবে সকল ভুয়া মামলা থেকে অব্যাহতি দেয়া হোক।
    Total Reply(0) Reply
  • নোমান মাহমুদ ১৬ জুলাই, ২০২১, ৯:১৮ এএম says : 0
    তিনি তিনবারের প্রধানমন্ত্রী এবং একজন বয়স্ক মানুষ। তাকে এই ধরনের হয়লানি থেকে মুক্তি দেয়া জাতির জন্য ভালো হতো।
    Total Reply(0) Reply
  • বদরুল সজিব ১৬ জুলাই, ২০২১, ৯:১৯ এএম says : 0
    এসব ফরমায়েশি রায়ের নিউজ পড়তে আর ভালো লাগে না...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ