পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সারাদেশে করোনার ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। দিনকে দিন বাড়ছেই শনাক্ত, মৃত্যুর তালিকা। শনাক্ত, মৃত্যুর দিকে এগিয়ে আছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়াসহ অন্যান্য এলাকা।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনা সংক্রমণ প্রতিদিনই রেকর্ড অতিক্রম করছে। গত ২৪ ঘণ্টায় আরো ৯৫৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। যা একদিনে এ যাবত সর্বোচ্চ। একই সময়ে করোনায় আক্রান্ত আরো ১০ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১০০৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬৯ হাজার ৬১ জনে।
খুলনা ব্যুরো জানায়, খুলনা বিভাগে এক দিনে করোনাভাইরাসে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৮৮ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩২০ জনের।
এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৮ জনের। মারা গেছেন ৪৪৩ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৬০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন । ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ২৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৮৫ জনের। মোট মারা গেছেন ৭১ জন ।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২২৪ জনের। মোট মারা গেছেন ৪০ জন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১০৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৫৮ জন। মোট মারা গেছেন ১৪৬ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮১৩ জন। মোট মারা গেছেন ১২৬ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ৭২ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন।
বগুড়া ব্যুরো জানা, বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৫ এবং উপসর্গ নিয়ে আরও ১৪ জন সহ মোট মারা গেছে ১৯ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন ।
বরিশাল ব্যুরো জানায়, ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলের ৬ জেলায় এযাবতকালের সর্বোচ্চ ৮৭৯ জন করোনা শনাক্তের সাথে মৃত্যু হয়েছে আরো ৪ জনের। যার মধ্যে মহানগরীতেই ৩৪৬ জনসহ বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ৪৯২।
গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে ১০৪ জনের দেহে করেনা শনাক্তের পাশাপাশি আরো দুজনের মৃত্যু হয়েছে। নোয়াখালী ব্যুরো জানায়, গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬৫৬ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৬২শতাংশ। জেলায় করোনায় ১জনের মতে্যু হয়েছে।
কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার জানায়, কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আটজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরায় সাংবাদিক সদরুল কাদির শাওন (৩৫) মারা গেছেন। এদিকে,রাতের বিভিন্ন সময়ে করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে উপসর্গে ছয়জন, আর করোনা পজিটিভ রোগী রয়েছেন একজন।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জে ২৪ ঘন্টায় ৩৭২ জনের নমুনা পরিক্ষা করে ১০৯ জনের করোনা আক্রান্তর খবর পাওয়া গেছে।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (১৩ জুলাই) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছে।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ।
বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গত ১৩ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ জন নারী-পুরুষ।
নীলফামারী সংবাদদাতা জানান, গত ২৪ ঘন্টায় করোনায় নীলফামারীতে চিকিৎসক, সাংবাদিক সহ ৮০ জন আক্রান্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।