Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাডভোকেট কামাল উল আলম চেয়ারম্যান

পিপলস লিজিং পুনর্গঠন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০১ এএম

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে (পিএলএফএসএল) পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য একটি বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট কামাল উল আলমকে। গতকাল মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের ভার্চুয়াল বেঞ্চ পুনর্গঠিত বোর্ড সদস্যদের পরিচয় প্রকাশ করেন। এনআরবি গেøাবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) নানা কৌশলে নামে-বেনামে অসংখ্য কোম্পানি খুলে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কিনে কর্তৃত্ব নেন এবং নিজের আত্মীয়, বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে পিপলস লিজিংসহ চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। এক পর্যায়ে গ্রাহকদের কোটি কোটি টাকা লোপাট করে তিনি বিদেশে পালিয়ে যান।
এমন পরিস্থিতিতে ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আর্থিক প্রতিষ্ঠানটি অবসায়নের সিদ্ধান্ত নেয় সরকার। পরে আদালতের আদেশে বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামানকে অবসায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়। তবে খাদে পড়া পিপলস লিজিং-কে অবসায়ন না করে পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করার নির্দেশনা চেয়ে ২০১ জন আমানতকারী হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট তাদের পক্ষে সিদ্ধান্ত দেয়।
মৌখিক সেই আদেশ বোর্ডের চেয়ারম্যান হিসেবে হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি অথবা সিনিয়র আইনজীবীকে নিয়োগ করার কথা বলা হয়।
পুনর্গঠিত বোর্ডে ১০ সদস্যকে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। লিখিত আদেশে বোর্ডের চেয়ারম্যানকে প্রথম সভা ডাকার আহŸান জানাতে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে অডিট রিপোর্ট তৈরি করা, আদালতের নির্দেশনাগুলো বোর্ড সদস্যদের সামনে তুলে ধরতে এবং সকলের কার্যাবলি নির্ধারণ করতে বলা হয়েছে। এছাড়াও বোর্ড সদস্য ও আমানতকারীদের বিষয়ে পৃথক নির্দেশনা দিয়েছেন আদালত।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ