পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চাঁদপুরে বিষাক্ত জেলি মেশানো ৩৫ মণ চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার ভোরে সদর উপজেলার হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চিংড়িগুলো জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে চিংড়িগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে। কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি বাজারজাতকরার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ফেরিঘাট এলাকায় মেঘনা নদীর পাড়ে কোস্টগার্ডকে দেখে জেলিযুক্ত চিংড়ি রেখে পালিয়ে যায় পাচারকারীরা। এজন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই স্থান থেকে ৬৭ বক্সে থাকা ১৪০০ কেজি (৩৫ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।