Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

এফসিডিও মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে প্রতিবেদনের প্রতিবাদ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশে ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জাভেদ প্যাটেলকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সম্প্রতি যুক্তরাজ্যের বিদেশ, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস (এফসিডিও) প্রকাশিত মানবাধিকার ও গণতন্ত্র প্রতিবেদন ২০২০ এর বাংলাদেশ অধ্যায়ে উল্লিখিত কিছু বিষয় নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ও হতাশার কথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব জানানো হয়েছে।

ভারপ্রাপ্ত হাই কমিশনারকে (এএইচসি) বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে ‘গৃহবন্দি’ শব্দটি ব্যবহার করা চরম বিভ্রান্তিকর। তাকে স্পষ্ট করে জানানো হয়েছে যে, বেগম জিয়ার ভাইয়ের আবেদনে সরকার ফৌজদারি কার্যবিধির বিধান ১৮৯৮ অনুযায়ী, তার কারাগারের সাজা স্থগিত করেছে। ২০২০ সালের মার্চ মাসে বাড়িতে চিকিৎসা এবং বিদেশ ভ্রমণ করবে না শর্তে মুক্তি দেওয়া হয়েছে। এটি উল্লেখ করা হয়েছিল যে, তার সাজা স্থগিত এবং জেল থেকে মুক্তি, প্রাথমিক ছয়-মাসের জন্য প্রযোজ্য, পরে ২০২০ সালের সেপ্টেম্বর এবং ২০২১ সালের মার্চ মাসে দু›বার এটি বাড়ানো হয়েছিল।

ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনারকে বলা হয়েছে, এ জাতীয় আইনি সমস্যা নিয়ে কোনও বিভ্রান্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করা বাঞ্ছনীয়। আরও পরামর্শ দেওয়া হয়েছে, যুক্তরাজ্য সরকারের যে কোনও দলিল ও বাংলাদেশ সরকার বা ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে কোনও প্রকারের অন্তর্নিহিত ও বিভ্রান্তিমূলক বক্তব্য ব্যবহার করা থেকে বিরত থাকতে।

সরকারের পক্ষ থেকে, এখন বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ব্যবহার নিয়ে উদ্বেগও উত্থাপিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলাদেশের উল্লেখে প্রতিবেদনে ব্যবহৃত নির্দিষ্ট পরিভাষার বিষয়ে সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন, যেগুলি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নিজস্ব আইন দ্বারা স্বীকৃত নয়। ভারপ্রাপ্ত হাই কমিশনার প্যাটেল সরকারের মতামতগুলো নোট করেছেন এবং সেগুলি এফসিডিও কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সাথে তার বৈচিত্র্যপূর্ণ অংশীদারিত্বের মূল্যবান এবং প্রতিষ্ঠিত ব্যবস্থার মাধ্যমে মানবাধিকার ও প্রশাসনিক ইস্যুতে গঠনমূলক সংলাপ চালিয়ে যাবে বলে আশা করি। তিনি বাংলাদেশকে ‘পরিপক্ক গণতন্ত্র’ হিসাবে স্বীকৃতি দেন এবং বলেন, যুক্তরাজ্য সরকার বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয়নি। উভয়পক্ষের কর্মকর্তারা সরকারি নথি বা প্রতিবেদনে উদ্ধৃতি দেওয়ার জন্য সঠিক তথ্যের উৎস ব্যবহারের গুরুত্বের সাথে একমত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে মহাপরিচালক (পশ্চিম ইউরোপ এবং ইইউ) ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ