Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহতা বাড়ছেই

জেলা-উপজেলায় করোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০৪ এএম

গ্রামে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড অতিক্রম করে চলেছে। চট্টগ্রাম, রাজশাহী , বরিশাল, ময়মনসিংহসহ জেলা-উপজেলাগুলোতে করোনা বিস্তার করছে উদ্বেগজনক হারে।
চট্টগ্রাম ব্যুরো জানায় : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ৭১৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। একই সময়ে মারা গেছেন আরো নয় জন। ২৪ ঘণ্টায় ১১টি ল্যাবে দুই হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ।
রাজশাহী ব্যুরো জানায় : গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৪ জন নারী।
২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
খুলনা ব্যুরো জানায় : গত ২৪ ঘণ্টায় বিভাগে ৫১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩২ জনের। গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে খুলনায়। জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩৩৮ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৯৮ জনের। মারা গেছেন ৩৬৯ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭৪ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ৩৫২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫২৫ জন। মোট মারা গেছেন ১৯৩ জন। নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ২৬ জন। মোট মারা গেছেন ৫৭ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৪ জন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪৪ জন। মোট মারা গেছেন ১১৮ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৯৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৩ জন।
বরিশাল ব্যুরো জানায় : ২৪ ঘন্টায় বরগুনায় ১ জনের মৃত্যু ছাড়াও ১ হাজার ৩৯০ জনের নমুনা পরীক্ষায় ৪৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলে ১ লাখ ২৪ হাজার ৮৬৩ জনের নমুনা পরীক্ষায় ২০ হাজার ৫৬৮ জনের দেহে করোনা শনাক্ত হল। এ অঞ্চলে ১৬ মাসের গড় শনাক্তের হার ১৬.৭০% হলেও গত ৮ দিনে তা ১.৪১% বেড়েছে। চলতি মাসের প্রথম ৮ দিনেই দক্ষিণাঞ্চলে ৭ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৫ জনের দেহে করোনা শনাক্ত হবার সাথে মারা গেছেন ২৭ জন। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩২ জনে। গড় মৃত্যুহার ১.৬১%।
বগুড়া ব্যুরো জানায় : বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ৮ জন সহ ১২ জন মারা গেছে। জেলায় গত ২৪ ঘন্টায় ৫৭৩ নমুনার ফলাফলে নতুন করে ১৭২জন করোনায় শনাক্ত হয়েছেন।
ময়মনসিংহ ব্যুরো জানায় : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিরাজগঞ্জের জেলা সংবাদদাতা জানান : সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় ২৮৫ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান : চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় ৫১৫ জনের করোনা পরীক্ষা করে ১৯১ জন শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তে ৩ জন ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান : সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় ২৭৬ জনের মধ্যে ২১ জন করোনা পজেটিভ হয়েছেন।
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদাতা জানান : কুষ্টিয়ার দৌলতপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুর জেলা সংবাদাতা জানান : জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ২৫৪ জনের নমুনা পরীক্ষায় ১৬৩ জনের করোনা শনাক্ত হয়।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান : ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১৪৪ জন।
কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার জানান : গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৪৩টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় ঈশ্বরদী উপজেলায় আরো ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৭৯ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে।
পাবনা জেলা সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় পাবনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
নাটোর জেলা সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৫২ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩৯ জনের।
নীলফামারী সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রমজান আলী নামে ১ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় ৫৩৬টি নমুনা পরীক্ষা করে উত্তরা ইপিজেডের ৬ চীনা নাগরিকসহ ৯০ জনের করোনা পজেটিভ এসেছে।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছে।
স্টাফ রিপোটার, বান্দরবান থেকে জানান : ২৪ ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৩৯ জন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ