Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদি-মমতার জন্য ২৬০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৭:১১ পিএম

ভারত-বাংলাদেশ উভয় রাষ্ট্রের পক্ষ থেকে নানা প্রচেষ্টা সত্ত্বেও বহু প্রতীক্ষিত তিস্তার পানি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছায়নি, করোনা ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে করোনার আবহে ভারত থেকে সেই ভ্যাকসিনও হঠাৎ করেই বাংলাদেশে আসা থমকে গেছে। কিন্তু তা সত্ত্বেও সৌজন্যতার কূটনীতিতে কমতি রাখতে চাইছে না বাংলাদেশ। জানা গেছে, ভারতকে সেরা উপহার পাঠাতে রংপুরের ওই সুস্বাদু হাড়িভাঙা আমের সংগ্রহ, প্যাকেজিং সহ গোটা বিষয়টি দেখভাল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছয়জন কর্মকর্তাকে রংপুরে পাঠানো হয়।

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য উপহার হিসাবে ২৬০০ কেজি হাড়িভাঙ্গা আম সংগ্রহ করে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুরের দিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে রংপুরের সুস্বাদু প্রজাতির এই হাড়িভাঙ্গা আম ভারতে প্রবেশ করে। সীমান্তে দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতের উদ্দেশ্যে ২৬০ কার্টন বোঝাই ২৬০০ কেজি হাড়িভাঙ্গা আম ভারতের হাতে তুলে দেন বাংলাদেশের কর্মকর্তারা।

রবিবারই আগরতলা (ত্রিপুরা)-আখাউড়া (বাংলাদেশ) সীমান্ত দিয়ে ও তামবিল (বাংলাদেশ)-ডাউকি (মেঘালয়) আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ওই আম নির্দিষ্ট রাজ্যগুলোতে পৌঁছে যাওয়ার কথা। দুই দেশের কর্মকর্তাদের অভিমত ভারত-বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য এই আম পাঠানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এর ফলে আগামীতে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ হবে বলেও আশা তাদের। বেনাপোল কাস্টমস’এর ডেপুটি কমিশনার অনুপম চাকমা বলেন, ‘বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র হলো ভারত, তাই এই বন্ধুরাষ্ট্রের প্রতি সৌহার্দ্য বিনিময় হিসাবেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উপহার স্বরূপ এই আম পাঠিয়েছেন। অন্যদিকে পেট্রাপোলের সহকারী কমিশনার মণীশ জৈন বলেন, ‘কোভিড-১৯ আবহে গোটা বিশ্বে তথা ভারত-বাংলাদেশের যে গভীর মনোবেদনার মুহূর্ত তৈরি হয়েছে, আমার বিশ্বাস, সুস্বাদু আমের সেই স্বাদ সেই বিস্বাদ পরিবেশকে দূর করবে। ’

এই উপহারের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যে বন্ধুত্বের নির্দশন রেখেছে তাতে ভারত সরকার সত্যিই কুর্ণিশ জানায় বলেও জানান জৈন। তবে কেবলমাত্র ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্যই নয়, সূত্রে খবর, সুস্বাদু হাড়িভাঙা আম পাঠানো হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা’কেও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ