Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরে থাকুন, প্রয়োজনে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ৭:০৮ পিএম

মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান সপ্তাহব্যাপী চলমান কঠোর লকডাউনে ঘরে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, প্রয়োজনে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে।

শনিবার (৩ জুলাই) দুপুরে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এ কথা জানান। সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘গত ঈদুল ফিতরে বার বার অনুরোধ করলাম, আপনারা আপনাদের জায়গা ছেড়ে যাবেন না। কিন্তু, অনেকেই তো সে কথা শোনেননি। সকলেই ছুটে চলে গেছেন গ্রামের বাড়ি। তার ফলাফলটা কী হলো? পুরো বর্ডার এলাকার বিভিন্ন জেলায় করোনাটা ছড়িয়ে পড়ল। সকলে যদি আমাদের কথা শুনত, তাহলে হয়তো আজকে এমনভাবে করোনা ছড়িয়ে পড়ত না।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। শুধু সরকার না, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। ইতোমধ্যে প্রণোদনা দিয়েছি বিভিন্ন খাতে। আর্থিক সহায়তা দিচ্ছি। এমন কোনো শ্রেণি-পেশার মানুষ নেই, যাদের আর্থিক সহায়তা দেওয়া হয়নি। যেহেতু আবার করোনা দেখা দিয়েছে, আমাদের সাধ্যমতো আবার সহায়তা দেব। কারো খাদ্যপ্রাপ্তিতে যাতে অসুবিধা না হয়, অবশ্যই সে বিষয়টা আমরা দেখব।’



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৩ জুলাই, ২০২১, ৮:৪৫ পিএম says : 0
    ঐক্যবদ্ধ ভাবে দলগত ভাবে মানুষের সাহায্য করুন এই মুহুর্তে দিন মজুর হতদরিদ্র মানুষের হাহাকার পরিবারের আর্থিক কষ্ট হচ্ছে। এলাকায় দানের হাত প্রসারিত করুন। মাননীয় প্রধানমন্ত্রী ঘরে ঘরে মানবিক সাহায্য খাদ্য সামগ্রী পৌঁছনোর কথা বলেছেন। এই মুহুর্তে বাংলাদেশের আইন শৃংখলাবাহিনী পুলিশের মাধ্যমে দরিদ্রতম জনগোষ্ঠী কে জীবিকার জন্যে সাহায্য সহযোগিতা দ্রততম সময়ের মধ্যে করা জরুরী । গরিব অসহায় সহযোগিতা করার মধ্যে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের পুলিশ বাহিনী। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অত্যন্ত বিনীতভাবে বলছি শৃংখলা জন্যে এই মূহুর্তে দেশে জরুরী সাহায্য সহযোগিতা করতে পারেন আইন শৃংখলা বাহিনী। এখন মহামারীর কঠিন সময় জীবন মৃত্যুর মাঝে প্রতিটি মানুষ বাতাসে ভয়ংকর জীবাণুবাহিত অদৃশ্য শক্তি ভাইরাস আক্রান্ত মৃত্যুর পরোয়ানা নিয়ে পৃথিবীব‍্যাপি নিষ্ঠুর। ধ্বংসযজ্ঞ চালাচ্ছে অদৃশ্য শক্তির নির্দেশনায়।কোটি কোটি আক্রান্ত প্রায় অদ‍্যকোটি কাছাকাছি আদম সন্তানেরঅকাল মৃত্যু ভাইরাসের কারণে। কঠিন বাস্তবতার মাঝে আমাদের ক্ষনস্থায়ী জীবনের অতিক্ষুদ্র জীবন ভয়ংকর পরিস্থিতির মাঝে। এখনই মানুষের সেবা সহযোগিতার সময় এখনই বিত্তবান বিত্তশালীদের সহযোগিতার পরিপূর্ণ সময়। এগিয়ে আসুন মানবতার মহান আদশ‍্য নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলে দিয়েছেন প্রযোজনে ঘরে ঘরে খাদ‍্য পৌঁছে দিবেন। বিত্তশালীদের বলেদিন।দেশের সম্মানিত পুলিশের আইজিপি মহোদয় কে নির্দেশনা দিন সাধারণ মানুষের খাদ্য সাহায্য পৌঁছনোর জন্যে। লকডাউন দীর্ঘদিন হবে কভিট পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র সুন্নতের কথা বলেছেন যে যেখানেই আছ আছেন ঐখানেই থাকুন। শক্তিশালী ভাবে একটি সুন্নতের মাঝেই লক্ষ কোটি মানুষের জীবন বাচবে।ইনশাআল্লাহ। শক্তিশালী অর্থনীতির কারণে হাজার হাজার কোটি টাকার ভ‍্যাকসিন টিকা কার্যক্রম উৎসব পরিবেশে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্টানে পৌছানোর গুরুত্বপূর্ণ নির্দেশনা দিন আটার কোটি মানুষ কে টিকার নিযন্ত্রনে আসবে দ্রততম সময়ের মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব‍্যাক্তি সমুহ যোদ্ধা আইন শৃংখলা বাহিনী ডাক্তার নার্সদের বিশালাকার ছাত্রদের শিক্ষা প্রতিষ্টানে পরিকল্পিত টিকা কার্যক্রমের বিশাল আযোজনের মাধ্যমে। আপনি বিশ্ব মানবতার মা হিসাবে শতাব্দীর পর শতাদ্বী মানুষের শ্রদ্ধা ভালবাসার মাঝে সব্বোউচ্ছ শ্রদ্ধার আসনে থাকবেন। এই মুহূর্তে ঐক্যবদ্ধ জাতি হিসাবে রাষ্ট্রের নির্বাহী প্রধান কে সহযোগিতা করুন। মানুষের উৎসাহ উদ্দিপনা আন্তরিক দোয়া ইনশাআল্লাহ ভয়াবহ পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হবে। আল্লাহ আমাদের সবাই কে হেফাজতের মাঝে রাখুন। একমাত্র প্রিয়নবী (সাঃ) পবিত্র রহমতের উছিলায়। আল্লাহ্ আমাদের হেফাজত করন। রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ ব‍্যাক্তিদের হেফাজত করুন। রাষ্ট্রের নির্বাহী প্রধান কে হেফাজতের মাঝে রাখুন। আমিন।আবার ও মহান আল্লাহর দরবারে আপনার শারীরিক সুস্থতা শারীরিক নিরাপত্তা দীর্ঘায়ু কামনা করছি।আমিন।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৩ জুলাই, ২০২১, ৮:৪৬ পিএম says : 0
    ঐক্যবদ্ধ ভাবে দলগত ভাবে মানুষের সাহায্য করুন এই মুহুর্তে দিন মজুর হতদরিদ্র মানুষের হাহাকার পরিবারের আর্থিক কষ্ট হচ্ছে। এলাকায় দানের হাত প্রসারিত করুন। মাননীয় প্রধানমন্ত্রী ঘরে ঘরে মানবিক সাহায্য খাদ্য সামগ্রী পৌঁছনোর কথা বলেছেন। এই মুহুর্তে বাংলাদেশের আইন শৃংখলাবাহিনী পুলিশের মাধ্যমে দরিদ্রতম জনগোষ্ঠী কে জীবিকার জন্যে সাহায্য সহযোগিতা দ্রততম সময়ের মধ্যে করা জরুরী । গরিব অসহায় সহযোগিতা করার মধ্যে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের পুলিশ বাহিনী। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অত্যন্ত বিনীতভাবে বলছি শৃংখলা জন্যে এই মূহুর্তে দেশে জরুরী সাহায্য সহযোগিতা করতে পারেন আইন শৃংখলা বাহিনী। এখন মহামারীর কঠিন সময় জীবন মৃত্যুর মাঝে প্রতিটি মানুষ বাতাসে ভয়ংকর জীবাণুবাহিত অদৃশ্য শক্তি ভাইরাস আক্রান্ত মৃত্যুর পরোয়ানা নিয়ে পৃথিবীব‍্যাপি নিষ্ঠুর। ধ্বংসযজ্ঞ চালাচ্ছে অদৃশ্য শক্তির নির্দেশনায়।কোটি কোটি আক্রান্ত প্রায় অদ‍্যকোটি কাছাকাছি আদম সন্তানেরঅকাল মৃত্যু ভাইরাসের কারণে। কঠিন বাস্তবতার মাঝে আমাদের ক্ষনস্থায়ী জীবনের অতিক্ষুদ্র জীবন ভয়ংকর পরিস্থিতির মাঝে। এখনই মানুষের সেবা সহযোগিতার সময় এখনই বিত্তবান বিত্তশালীদের সহযোগিতার পরিপূর্ণ সময়। এগিয়ে আসুন মানবতার মহান আদশ‍্য নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলে দিয়েছেন প্রযোজনে ঘরে ঘরে খাদ‍্য পৌঁছে দিবেন। বিত্তশালীদের বলেদিন।দেশের সম্মানিত পুলিশের আইজিপি মহোদয় কে নির্দেশনা দিন সাধারণ মানুষের খাদ্য সাহায্য পৌঁছনোর জন্যে। লকডাউন দীর্ঘদিন হবে কভিট পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র সুন্নতের কথা বলেছেন যে যেখানেই আছ আছেন ঐখানেই থাকুন। শক্তিশালী ভাবে একটি সুন্নতের মাঝেই লক্ষ কোটি মানুষের জীবন বাচবে।ইনশাআল্লাহ। শক্তিশালী অর্থনীতির কারণে হাজার হাজার কোটি টাকার ভ‍্যাকসিন টিকা কার্যক্রম উৎসব পরিবেশে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্টানে পৌছানোর গুরুত্বপূর্ণ নির্দেশনা দিন আটার কোটি মানুষ কে টিকার নিযন্ত্রনে আসবে দ্রততম সময়ের মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব‍্যাক্তি সমুহ যোদ্ধা আইন শৃংখলা বাহিনী ডাক্তার নার্সদের বিশালাকার ছাত্রদের শিক্ষা প্রতিষ্টানে পরিকল্পিত টিকা কার্যক্রমের বিশাল আযোজনের মাধ্যমে। আপনি বিশ্ব মানবতার মা হিসাবে শতাব্দীর পর শতাদ্বী মানুষের শ্রদ্ধা ভালবাসার মাঝে সব্বোউচ্ছ শ্রদ্ধার আসনে থাকবেন। এই মুহূর্তে ঐক্যবদ্ধ জাতি হিসাবে রাষ্ট্রের নির্বাহী প্রধান কে সহযোগিতা করুন। মানুষের উৎসাহ উদ্দিপনা আন্তরিক দোয়া ইনশাআল্লাহ ভয়াবহ পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হবে। আল্লাহ আমাদের সবাই কে হেফাজতের মাঝে রাখুন। একমাত্র প্রিয়নবী (সাঃ) পবিত্র রহমতের উছিলায়। আল্লাহ্ আমাদের হেফাজত করন। রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ ব‍্যাক্তিদের হেফাজত করুন। রাষ্ট্রের নির্বাহী প্রধান কে হেফাজতের মাঝে রাখুন। আমিন।আবার ও মহান আল্লাহর দরবারে আপনার শারীরিক সুস্থতা শারীরিক নিরাপত্তা দীর্ঘায়ু কামনা করছি।আমিন।
    Total Reply(0) Reply
  • Osman Goni Sumon ৩ জুলাই, ২০২১, ১০:৩৪ পিএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী আপনার যতগুলো প্রকল্প গরীব মানুষের জন্য সেগুলো সত্যিকারে গরিব মানুষের মাঝে যদি সুষ্ঠু বন্টন হত, তাহলে অনেকেই আজ না খেয়ে থাকতে হতো না। আপনি আপনার যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা যেমন সত্য আবার আপনার এসব উদ্যোগ সত্যিকারের গরিব মানুষের কাছে যাচ্ছে না এটাও সত্য। তাই বিনীত নিবেদন নতুন কোন প্রকল্প আসলে এটা নিশ্চিত করুন যে সত্তিকারের মধ্যবিত্ত ও গরিব মানুষ পাচ্ছে কিনা! তাহলেই আপনার এসব প্রকল্প সুফল পাবে। খেয়ে আছে। আল্লাহ ছাড়া উপায় নেই। গ্রামে শ্রমজীবীদের করুন অবস্হা।
    Total Reply(0) Reply
  • BM Abu Bakker ৩ জুলাই, ২০২১, ১০:৩৪ পিএম says : 0
    আললাহ পাক আপনার নেক হায়াত দারাজ করুন। আমার আশা বাকী দিন গুলিতে মানুষের অধিকার আপনি পুরন করতে পারবেন ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Halim Khan ৩ জুলাই, ২০২১, ১০:৩৪ পিএম says : 0
    আপনার এই উক্তি টা পড়ে মনে অনেক সাহস পেলাম। খাবার পাই বা না পাই সেটা আপনার দোষ না। দোষ হবে আপনার নেতা ও কর্মীদের ও ঘোষখুর আমলাদের।
    Total Reply(0) Reply
  • Md. Samsul Kabir ৩ জুলাই, ২০২১, ১০:৩৫ পিএম says : 0
    যেভাবে গত ১৬ মাস মানুষের ঘরে ঘরে খাবার পুঁছিয়ে দিয়েছেন, ঠিক সেভাবে আগামী দিনেও দিবেন-এটা জাতি হিসেবে আমরা বিশ্বাস করতেই পারি।
    Total Reply(0) Reply
  • Lokman Bin Harun ৩ জুলাই, ২০২১, ১০:৩৫ পিএম says : 0
    মুষ্ঠিমেয় সুবিধাভোগী ছাড়া সবাই এই লকডাউনের কারণে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশেষভাবে দিনে এনে দিনে খাওয়া মানুষ আর যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে তারা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের অধিকাংশই কোন সরকারি সহায়তা পায়নি।
    Total Reply(0) Reply
  • মোঃ+দুলাল+মিয়া ৩ জুলাই, ২০২১, ১০:৩৭ পিএম says : 0
    আপনার কথা সমর্থন করিতেছি,ঘরে ঘরে খাদ্যে দিবেন,যারা আওয়ামী লীগ সমর্থন করে তাদের,না কি জনগণ সবাই কে একই দৃষ্টিতে দেখবেন,যদি সবাইকে একই চোখে দেখেন,তাহা হইলে বিভিন্ন দলের সবাই কে ডাকেন,বলবেন আমাদের আওয়ামী লীগের সাথে আপনারা সহযোগিতা করুন,সবাই আসবে ,অবশ্যই ওরা মিলে দল বল নির্বিশেষে যাই আছে তাহা জনগণের মধ্যে দিবে,এই পদক্ষেপ না নিলে সবাই বলবে সরকার দেয় নাই পাই নাই এসব কিছু,এত এব বিরোধী দল গুলো সাথে রাখা জরুরি যেহেতু তাহারা পরবতীর্তে বলতে না পারে ,আওয়ামী লীগের লোকজন সব খেয়ে ফেলছে ,আমাদের লোক জন পায় নাই,এই জন্য সর্ব দলীয় কমিটি করে এই বেপারে পদক্ষেপ নিলেই ভাল হবে।
    Total Reply(0) Reply
  • আশরাফ জুয়েল ৩ জুলাই, ২০২১, ১১:৩৫ পিএম says : 0
    মাননীয় প্রধান মন্ত্রী, গত বছর করোনার সময় রেশনকার্ডের মাধ্যমে পরিবার প্রতি চাউল দেয়ার ব্যবস্থা করে ছিলেন। আবার সেই চাউল দেয়ার ব্যবস্থা করুন।
    Total Reply(0) Reply
  • জেমস রবিন ৩ জুলাই, ২০২১, ১১:৪৪ পিএম says : 0
    ঘরে তো আছি আমরা কিন্তু এভাবে কতদিন। আমরা মধ্যেবিত্ত। ঘর থেকে না বাইর হলে সংসার চলবে কি করে। আগে লকডাউন কোন এান সহয়তা পেলাম না। পেল শুধু ক্ষমতাবান রাগব বোয়ালরা। আমরা শুধু চেয়ে দেখলাম। কি যে করি এভাবে কতদিন বাঁচা যাও বলতে পারবেন। কারো কাছে চাইতে পারি না। ভিক্ষা ও নামতে পারি না। একমাএ একটা রাস্তা আছে স্বপরিবারে আত্মহত্যা করা লাগবে। যদি পারেন সাহায্য হাত বাড়ান। এর মাঝে পরিবারের সবাই অসুস্থ। যদি পারেন আমার বিকাশ, নগদ নাম্বার...
    Total Reply(1) Reply
    • ৪ জুলাই, ২০২১, ৭:৪১ এএম says : 0
  • borhan ৪ জুলাই, ২০২১, ৫:১০ পিএম says : 0
    amra kicui painai
    Total Reply(0) Reply
  • Md Totul Mia ৪ জুলাই, ২০২১, ৫:৫৬ পিএম says : 0
    এই লগডাউনে অফিস নিশ্চিত করতে আগামীকাল যে যাবা আমার তো ভাড়ার টাকাই নেই, এমতাবস্থায় আমি কি করতে পারি বলতে পারেন।
    Total Reply(0) Reply
  • কামাল আহমদ ৫ জুলাই, ২০২১, ৫:১৭ পিএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী আপনার যতগুলো প্রকল্প গরীব মানুষের জন্য সেগুলো সত্যিকারে গরিব মানুষের মাঝে যদি সুষ্ঠু বন্টন হত, তাহলে অনেকেই আজ না খেয়ে থাকতে হতো না। আপনি আপনার যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা যেমন সত্য আবার আপনার এসব উদ্যোগ সত্যিকারের গরিব মানুষের কাছে যাচ্ছে না এটাও সত্য। তাই বিনীত নিবেদন নতুন কোন প্রকল্প আসলে এটা নিশ্চিত করুন যে সত্তিকারের মধ্যবিত্ত ও গরিব মানুষ পাচ্ছে কিনা! তাহলেই আপনার এসব প্রকল্প সুফল পাবে। খেয়ে আছে। আল্লাহ ছাড়া উপায় নেই। গ্রামে শ্রমজীবীদের করুন অবস্হা।
    Total Reply(0) Reply
  • আলফু মিয়া ৬ জুলাই, ২০২১, ১২:২৪ পিএম says : 0
    করোনা এই মহা মারিতে ঘরে থাকা যে দরকার ঠিক দরকার মানুষের পেটের খাবারের, মানুষের পেটে যদও খাবার না থাকে তাহলে মানুষ ঘরে কিবাবে বসে থাকবে?মানুষ বেঁচে থাকা জন্য অবশ্য খাবারের দরজার,আমাদের গ্রামে এমন ও মানুষ আছে যাদের ঘরে ১ বেলা খাবার নাই ১ দিন কাজ করলে ওই দিনর খাবার ঘরে আসে! আজ করোনায় ২ বছর হয়ে গেছে কোনো গরিব মানুষ ২ টাকা পায় নি আসার জানা মতে। তাহলে মানুষ কিভাবে বাঁচবে আমি জান তে চাই? আমি এটা অনুরুল করি যে এই লকডাউন এর মদদে সবার ঘরে খাবার পাটিয়ে দেওয়া হউক নয়তো লকডাউন খুলে দেয়া হউক?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ