Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কেন্টাইল ব্যাংকের ‘জয়পাড়া শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তরিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ৪:১৯ পিএম

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘জয়পাড়া শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়ে আজ থেকে কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে নতুন ঠিকানায় জয়পাড়া শাখার কার্যক্রম উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) ও এম. আমানউল্লাহ, পরিচালকবৃন্দ মোঃ আনোয়ারুল হক, এম. এ খান বেলাল, মোঃ নাসিরউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আব্দুল আউয়াল।
উদ্বোধনী অনুুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি বলেন, মার্কেন্টাইল ব্যাংক গ্রাহকদের কথা বিবেচনা করে নতুন ঠিকানায় বৃহৎ পরিসরে জয়পাড়া শাখার কার্যক্রম শুরু করেছে। সুপরিসর এ শাখার গ্রাহকরা সর্বাধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। ‘জয়পাড়া শাখা’র নতুন ঠিকানা - কেপি প্লাজা, হোল্ডিং-৪১১, জয়পাড়া বাজার মেইন রোড, ওয়ার্ড নং-১, পৌরসভা-দোহার, থানা-দোহার, জেলা-ঢাকা । ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জি.ডব্লিউ.এম. মোর্তজা, মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম এবং মুঃ মাহমুদ আলম চৌধুরী, ব্যাংকের ভিপি ও জয়পাড়া শাখা প্রধান মোঃ আব্দুল মান্নান সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • সাহআলম ৭ এপ্রিল, ২০২২, ৭:৪০ এএম says : 0
    আমি একটি একাওনট খুলতে চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কেন্টাইল ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ