Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মাসেতুতে দায়িত্বরত চীনা প্রকৌশলী নিখোঁজ

সন্ধানে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা এমবিইসির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ১২:১৬ এএম

পদ্মা সেতুতে দায়িত্ব পালনকালে জিহাও (৩৫) নামে এক চীনা প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। গত চার দিনেও তার সন্ধান মেলেনি। নিখোঁজ এই প্রকৌশলীর সন্ধানে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইসি।
জানা গেছে, গত মঙ্গলবার (২২ জুন) রাতে সাড়ে আটটার সেতুর মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারে দায়িত্বরত অবস্থায় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন এই চীনা প্রকৌশলী। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, পদ্মাসেতু প্রকল্পের ১৩ নম্বর পিলারে পাশে বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ চলছিল। সেখানে জিহাও দায়িত্বরত ছিলেন। কাজ করার পর থেকে রাত সাড়ে আটটায় তাকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর মাওয়া নৌ পুলিশ ও কোষ্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। পরে বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ৫ টায় তাদের সাথে যোগ দেয় ফায়ার সার্ভিস। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, পদ্মা সেতু এলাকার নদীতে ১০-১২ কিলোমিটার খুঁজেও প্রকৌশলীকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদীর পার্শ্ববর্তী সব থানাকে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে।
এদিকে, পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলীর (জিহাও) সন্ধানে ৩ বাহিনীর সদস্যরা কাজ করলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ এই প্রকৌশলীর সন্ধানে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ