Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের সব কয়লাভিত্তিক প্রকল্প বন্ধের দাবি বাপার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ১২:১৫ এএম

প্রস্তাবিত ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। পাশাপাশি দেশের সব কয়লাভিত্তিক প্রকল্প পর্যায়ক্রমে বন্ধ ও বাতিল করার জন্য দ্রæত একটি রোডম্যাপ তৈরি করারও আহŸান জানিয়েছে সংগঠনটি। গতকাল গণমাধ্যমে বাপার সভাপতি সুলতানা কামাল ও সাধারণ সম্পাদক শরীফ জামিলের পাঠানো এক বিবৃতিতে এসব জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৩ জুন একটি জাতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবরের মাধ্যমে আমরা জানতে পারি যে, প্রধানমন্ত্রী সরকারের পরিকল্পিত ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছেন। বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে ২০১০ সাল থেকে বিতর্ক চলে আসছে। বাতিল করা প্রকল্পের মধ্যে বেসরকারি খাতে প্রস্তাবিত তিনটি প্ল্যান্ট, সরকারি খাতে চারটি এবং তিনটি যৌথ উদ্যোগ প্রকল্প রয়েছে। আরেকটি প্রকল্প মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে এ খবরে উল্লেখ করা হয়।
কয়লাভিত্তিক কিছু প্ল্যান্ট বাতিল করার পরেও ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ১৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। বিদ্যুৎ বিভাগ ১৩টি প্রস্তাবিত কয়লাভিত্তিক প্ল্যান্টের সংক্ষিপ্ত কাগজে প্রধানমন্ত্রীর কার্যালয়কে এ বিষয়ে অবহিত করেছে। এতে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৪৮ হাজার ৮৭৮ মেগাওয়াট পৌঁছে যাবে এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির অবদান প্রায় ১৩ হাজার ৯৯৯ মেগাওয়াট হবে।
কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপক পরিবেশদূষণ এর কারণে বিশ্বব্যাপী কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে তহবিল সঙ্কট দেখা দেয়ায় সরকার প্রস্তাবিত এই ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরামের (সিভিএফ) সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে তার দূরদর্শিতা এবং সঠিক নেতৃত্বের বহিপ্রকাশ ঘটেছে বলেও বাপা বিশ্বাস করে।
বিবৃতিতে বলা হয়, দেশের সব কয়লাভিত্তিক প্রকল্প পর্যায়ক্রমে বন্ধ ও বাতিল করার জন্য দ্রæত একটি রোডম্যাপ তৈরি করার আহŸান জানাচ্ছে বাপা। প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনে পরিবেশ দূষণকারী জ্বালানি এলএনজি নয়, নবায়নযোগ্য জ্বালানির ওপর শতভাগ নির্ভরতা অর্জনে প্রধানমন্ত্রীর আহŸান ও প্রতিশ্রæতি বাস্তবায়নের লক্ষ্যে একটি সমন্বিত, বিজ্ঞানভিত্তিক ও অংশগ্রহণমূলক বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হোক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ