পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ঘোষিত কঠোর লকডাউনেও করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। যতই দিন যাচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনই বিভিন্ন স্থানে আক্রান্ত বা মৃত্যুর নতুন নতুন রের্কড তৈরি হচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হারও। ঝিনাইদহে একদিনে জেলার সর্বোচ্চ ১৭৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহীতে ৮৭১ চট্টগ্রামে ২৭৪, নোয়াখালীতে ১১৬, বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ১২১, টাঙ্গাইলে ১২৬, কুষ্টিয়ায় ১১১ জন আক্রান্ত হয়েছে। বাগেরহাটে শনাক্তের হার ৪৬ দশমিক ৪৯ শতাংশ।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭৪ জন। গতকাল শুক্রবার সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় ২৪ ঘণ্টায় ৯৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ২৮ শতাংশ। নতুন আক্রান্ত ১৬০ জন মহানগরীর বাসিন্দা। ১১৪ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ১৫৪ জন, আর মারা গেছেন ৬৭১জন।
বরিশাল ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৬৩৩ জনের নমুনা পরিক্ষায় ১২১ জনে দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়এ অঞ্চলে শনাক্তের হার প্রায় ১৪.৭৫শতাংশ। আর এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯৮ জনে। আক্রান্তের মধ্যে বরিশাল জেলায় ৪০, পিরোজপুরে ২৯, ঝালকাঠিতে ২৮ পটুয়াখালীতে ১৫, বরগুনাতে ৭ ও দ্বীপজেলা ভোলায় ৪ জন।
নোয়াখালী ব্যুরো জানান, নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩২। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১৬জন। জেলা মোট শনাক্ত বেড়ে ১০ হাজার ৬৮৫জন। নতুন আক্রান্তের হার শতকরা ২৬ দশমিক ২৪ভাগ। চতুর্থ দফায় চলমান লকডাউন বাড়ানো হয়েছে আরও ৭ দিন।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৭১ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পেঁৗঁছেছে ৫১ হাজার ৫৫৫ জনে। এ পর্যন্ত হয়েছে ৮০০ জনের। এদিন নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৬ হাজার ৯৯৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৫ হাজার ৭৯৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩ হাজার ৯০০ জন, নওগাঁ ৪ হাজার ১১৬ জন, নাটোর ৩১৭১ জন, জয়পুরহাট ৩ হাজার ১১৫ জন, বগুড়া জেলায় ১৩ হাজার ২৭৬ জন, সিরাজগঞ্জ ৪ হাজার ১৮৪ জন ও পাবনা জেলায় ৩ হাজার ৯৬২ জন।
স্টাফ রির্পোটার, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ায় করোনাই আরও ৭ জন মৃত্যুবরণ করেছেন। পিসিআর ল্যাবে মোট ২৬৪ টি স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার মোট ১১১ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, বাগেরহাটে ২৪ ঘণ্টায় আরও ১৫৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭২ জনের করোনা শনাক্ত ও ১ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৪৯ শতাংশে। গত ২৪ ঘণ্টার ব্যাবধানে আক্রান্তের হার ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৯০ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুইজনের। মোট মৃত্যু হয়েছে ৮০ জনের। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯২৫ জন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়েছে ১ জন মারা গেছে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২৬ জন। ৫৪১টি নমুনা পরীক্ষা করে ১২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৩ দশমিক ২৯ভাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।