Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানি বাড়তেই ভেসে উঠছে একের পর এক লাশ

উত্তরপ্রদেশে গঙ্গা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০৩ এএম

ভারতে তখন করোনার দ্বিতীয় ধাক্কায় হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য পরিকাঠামো তলানিতে। এমনকী সঠিকভাবে মৃতদেহগুলো সৎকার করার বন্দোবস্তও করা যায়নি। সেসময় যে রাজ্যগুলিতে অবস্থা সবচেয়ে খারাপ হয়েছিল, তার মধ্যে সবার আগে আসে উত্তরপ্রদেশের নাম। প্রশাসন স্বীকার না করলেও কোভিডে যোগীর রাজ্যে যে ভরাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার প্রমাণ আরও একবার মিলল প্রয়াগরাজে গঙ্গার পানি বাড়তেই। সেখানে নদীতে এখন ভেসে উঠছে একের পর এক লাশ!

মনে করা হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউ যখন চরমে তখনই প্রয়াগরাজে এই লাশগুলো বালিচাপা দিয়ে ফেলে রাখা হয়েছিল। আসলে, সেসময় দৈনিক মৃত্যু এতো বেশি ছিল যে, সব লাশ সৎকার করা সম্ভব হয়নি। প্রশাসনের তরফেও বিকল্প কোনও ব্যবস্থা করা হয়নি। তাই কখনও প্রশাসনিক কর্তারা আবার কখনও ভয়ে মৃতের পরিবারের সদস্যরাই সেগুলো কোনওরকমে গঙ্গার ধারে বালিচাপা দিয়ে ফেলে রেখে গিয়েছিলেন। বর্ষার প্রকোপে গঙ্গার পানির স্তর বেড়ে মাটি সরতেই উন্মুক্ত হয়ে পড়েছে যোগী প্রশাসনের ব্যর্থতা। বালিচাপা দেয়া লাশগুলো একে একে ভেসে উঠছে গঙ্গা নদীতে। কোনওটি পচা, কোনওটি হয়তো গলা। আবার কোনওটি কার্যত অক্ষত। কোনও কোনও মৃতদেহের হাতে গøাভস, মুখে অক্সিজেনের নল লাগানোই আছে।

ভেসে ওঠা লাশগুলো জলদি ধামাচাপা দেয়ার চেষ্টা কম হয়নি। তবু, সংবাদমাধ্যমের নজর এড়ানো যায়নি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১৫ দিনে এই ধরনের ৭০টি লাশ সৎকার করেছে প্রয়াগরাজ পুরসভা। স্রেফ গত ২৪ ঘণ্টায় ভেসে উঠেছে আরও ৪০টি লাশ। প্রয়াগরাজ মিউনিসিপ্যাল কর্পোরেশনের জোনাল অফিসার নীরজ কুমার সিং দাবি করেছেন, যে লাশগুলো ভেসে উঠছে সবকটিকে যথাযথ রীতি মেনে সৎকার করা হচ্ছে। যদিও উত্তরপ্রদেশ সরকার মানতে নারাজ যে এই লাশগুলো করোনায় মৃতদের। প্রশাসন বলছে, গঙ্গার ধারে এভাবে সৎকারের রীতি বহু পুরনো। প্রয়াগরাজের পুরপ্রধান অভিলাশ গুপ্তর আবার দাবি, হয়তো পরিবারের সদস্যরাই ভয়ে লাশগুলো ফেলে গিয়েছে। সূত্র : দ্য ওয়্যার।



 

Show all comments
  • খোরশেদ আলম ভূঁইয়া ২৬ জুন, ২০২১, ১২:৪৭ এএম says : 0
    এমন হাজারো নিরপরাদ লাশের সারি সিরিয়া, মায়ানমার, আফগানিস্তান, কাশ্মীর, চীন, লিবিয়া সহ বিশ্বের আনাচকানাচে পড়ে আছে.. আমি ওইগুলো দেখতে দেখতে অভ্যস্ত তাই আর এসবের জন্যে মায়া লাগে না..
    Total Reply(0) Reply
  • Md Faruque Ahmed ২৬ জুন, ২০২১, ১২:৪৭ এএম says : 0
    যোগী আদিত্যনাথের স্বয়ং রাম রাজ্যের ভয়ানক অবস্থা দেখে হতবাক হয়ে গেলাম।মানুষের এমন মহা মানবিক বিপর্যয় এর আগে কখনো দেখিনি। করোনা আক্রান্ত মৃতদেহগুলো সংকার না করেই নদীতে ফেলে দেওয়া হচ্ছে। অসংখ্য অর্ধ-পোড়া মৃতদেহগুলো নদীর পানিতে ভেসে বেড়াচ্ছে। আচ্ছা, সেখানে কোটি কোটি মুসলমানদের মনে চরম আঘাত দিয়ে অত্যন্ত অন্যায়ভাবে মসজিদ ভেঙে মন্দির তৈরী করতে গিয়ে -এমন অভিশাপ নেমে এলো না তো? যাই হোক,মানুষের এমন বিপর্যয় থেকে মহান আল্লাহপাক মানুষকে মুক্তি দিক।
    Total Reply(0) Reply
  • Taher Hossain ২৬ জুন, ২০২১, ১২:৪৮ এএম says : 0
    · করোনার প্রাথমিক পর্যায়ে গবেষকগণ লাশ পুড়িয়ে ফেলার কথা বললেও এখন প্রমাণিত হচ্ছে ইসলামের নিয়মে দাফন করাটায় অধিক দ্রুততর, পরিবেশ বান্ধব , দূষণমুক্ত। এককথায় সবচেয়ে উত্তম পন্থা।
    Total Reply(0) Reply
  • Muhammad Munir ২৬ জুন, ২০২১, ১২:৪৮ এএম says : 0
    মোদিজীর তৎপরতা আছে তবে তা পর্যাপ্ত নয় কভিড নিয়ন্ত্রণে। মানুষের লাশের অবস্থা দেখে মনটা ভারাক্রান্ত হল কারন সবার আগে ওরা মানুষ। কিন্তু নিজের দেশের মানুষকে যারা অন্যায় ভাবে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে তারা কি মানুষ? যারা অন্য ধর্মের মানুষকে হ্যাঁনাস্তা করে তারা কি মানুষ?
    Total Reply(0) Reply
  • Kabir Ahammed Mia ২৬ জুন, ২০২১, ১২:৪৮ এএম says : 0
    ভারতে কোভিডে মৃত্যুর সরকারি যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, আসল মৃত্যুর ঘটনা যে তার চেয়ে অনেক বেশি - এটা তারই আর একটা প্রমাণ বলে অ্যাক্টিভিস্টরা বলছেন।
    Total Reply(0) Reply
  • Hedayet Mazumder Munna ২৬ জুন, ২০২১, ১২:৪৯ এএম says : 0
    এথেকে অনুমান করা যায়, আন অফিসিয়ালি কত লোক কেভিড এ মারা যাচ্ছে ভারতে!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ