পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
তামাদিযোগ্য কর মামলা, আপীল মামলা, ট্রাইব্যুনাল মামলা ও অডিট মামলাসমূহের নিষ্পত্তিতে সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়াতে রিট করেছে ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ)। গত মঙ্গলবার বারের সভাপতি অ্যাডভোকেট একেএম আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মুস্তাফিজুর রহমানের সই করা আবেদনপত্র সূত্রে এ তথ্য জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বরাবর ওই আবেদন করে সংগঠনটি। এ বিষয়ে ঢাকা ট্যাক্স বার কর্তৃপক্ষ জানায়, করোনা পরিস্থিতির কারণে আয়কর অধ্যাদেশের ১৮৪জি ধারার ক্ষমতা বলে ২০২০-২১ করবর্ষের আয়কর রিটার্ন অধ্যাদেশের ৮২বিবি ধারায় গ্রহণ এবং তামাদিযোগ্য কর মামলা, আপিল মামলা, ট্রাইব্যুনাল মামলা, অডিট মামলাসমূহের নিষ্পত্তিতে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় বৃদ্ধিতে গত ১৫ জুন এনবিআর বরাবর আবেদন করা হয়।
কিন্তু এনবিআর থেকে কোনো স্পষ্টীকরণ প্রদান না করায় ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশনের পক্ষ হতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে (রিট পিটিশন নং ৫৭৬৮) এক রিট দায়ের করা হয়েছে। যা আজ লিখিতভাবে এনবিআরকে অবহিত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।