Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ গেল তিনজনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০০ এএম

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। তাদের মধ্যে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ট্রাক চাপায় আইরিন আক্তার নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই আরিফুর রহমান জানান, গত ১৮ জুন ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তার মৃত্যু হয়। নিহত আইরিনের গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। তিনি বাগমারা থানার আইয়ুব আলী ভ‚ঁইয়ার মেয়ে। বর্তমানে যাত্রাবাড়ীর সায়েদাবাদে হুজুরের বাড়িতে থাকতেন। দুই কন্যা সন্তানের জননী ছিলেন তিনি।

এর আগে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার রায়সাহেব বাজারের নিকটে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় রূপ নেহারী (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রূপ নেহারী রাস্তার মাঝের আইল্যান্ডের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় সদরঘাট থেকে ছেড়ে আসা ভিক্টর পরিবহনের ওই বাসটি রায়সাহেব বাজারের নিকট গেলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়। এতে বাসের নিচে চাপা পড়েন তিনি। পরে আশেপাশের মানুষ তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপ নেহারীকে মৃত ঘোষণা করেন। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এছাড়াও গতকাল দুপুরে কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪২ বছর। ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল্লাহ খান বলেন, লাশগুলো ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে দুটি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি লাশের এখনো পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ