Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ই-রিটার্ন সিস্টেম চালু ৮ জুলাই

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০০ এএম


২০২১-২২ করবছর অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন সিস্টেম) ৮ জুলাই থেকে চালু হতে যাচ্ছে। অনলাইন রিটার্ন দাখিল কার্যক্রম বাস্তবায়নের স্বার্থে কর অঞ্চল অফিসগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

স¤প্রতি এক নির্দেশনায় বলা হয়েছে, ২০২১-২২ করবছর অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন সিস্টেম) ৮ জুলাই থেকে চালু হতে যাচ্ছে। এই সিস্টেমে অনলাইন ভেরিফিকেশন করে ব্যক্তিশ্রেণির করদাতাদের অগ্রিম করে ক্রেডিট দিতে হবে। অনেক করদাতা পে-অর্ডার বা চেকের মাধ্যমে অগ্রিম কর পরিশোধ করে থাকেন, যা সার্কেলের (এলটিইউ এর ক্ষেত্রে সংশ্লিষ্ট উইংয়ের) পে-অর্ডার বা চেক এন্ট্রি পূর্বক চালান ফরম পূরণ করে কর অফিস থেকে ব্যাংকে প্রেরণ করে। ব্যাংক থেকে চালান প্রাপ্তির পর পে-অর্ডার বা চেক রেজিস্টারে সংশ্লিষ্ট চালান নম্বর এন্ট্রি দেয়া হয় এবং চালানের কপি করদাতাদের দেওয়া হয়।

ই-রিটার্ন সিস্টেমে ব্যক্তিশ্রেণির করদাতাদের অগ্রিম করের চালানের অনলাইন ভেরিফিকেশন কার্যক্রম সম্পাদনের স্বার্থে, ৩১ মে পর্যন্ত সময়ে গৃহীত পে-অর্ডার চেকের ক্ষেত্রে পে-অর্ডার বা চেকের বিপরীতে চালান নম্বর এন্ট্রি করে ৩০ জুন ২০২১ এর মধ্যে পে অর্ডার চেক রেজিস্টার আপডেট কাজ সম্পন্ন করা এবং ১ জুন থেকে ৩০ জুনের সময়ের মধ্যে গৃহীত চেক পে অর্ডার বা চেকের বিপরীতে চালান নম্বর এন্ট্রি করে ৭ জুলাই এর মধ্যে পে অর্ডার বা চেক রেজিস্টার আপডেটের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ