Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চার অর্থনৈতিক অঞ্চলে জমি ইজারা পেল ছয় প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মীরসরাই, কক্সবাজারের মহেশখালী ও জামালপুর অর্থনৈতিক অঞ্চলে দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানসহ ছয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাফ সু’জ লিমিটেড, সায়মন বিচ রিসোর্ট লিমিটেড, ইউনিটেক্স স্পিনিং লিমিটেড এবং স্টেপ মিডিয়া লিমিটেড।
গত সোমবার রাজধানীতে বেজা সদর দফতরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জমি ইজারা সংক্রান্ত চুক্তি সই হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।

জমি ইজারা চুক্তি সই অনুষ্ঠানে পবন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত¡াবধানে সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বেজা কাজ করছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বেজা বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সব অর্থনৈতিক অঞ্চলে গ্যাস, পানি, বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা হবে। এক্ষেত্রে এগিয়ে আসার জন্য জিটিসিএল ও আরপিজিসিএলকে ধন্যবাদ।

দেশের সার্বিক উন্নয়নে বেসরকারি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে পবন চৌধুরী বলেন, করোনাকালেও বেজা ছয় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। জমি ইজারা চুক্তি স্বাক্ষরকারী চার বেসরকারি প্রতিষ্ঠান অতি দ্রæত শিল্প-কারখানা নির্মাণ শুরু করবে এবং উৎপাদনে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বেজার পক্ষে জমি ইজারা চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির নির্বাহী সদস্য মো. আলী আহসান। এছাড়া জিটিসিএলের পক্ষে কোম্পানি সচিব (মহাব্যবস্থাপক) কাজী হাসান মাসুদ, আরপিজিসিএলের পক্ষে কোম্পানি সচিব ফরিদ আহমেদ, মাফ সু’জ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হাসনাত মোহাম্মদ আবু উবাইদা, সায়মন বিচ রিসোর্ট লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-উর-রহমান, ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের পক্ষে ডিরেক্টর অপারেশন জোবায়েদুল ইসলাম চৌধুরী এবং স্টেপ মিডিয়া লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তৌহিদ খান চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বেজা, জিটিসিএল, আরপিজিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিনিয়োগকারী প্রতিষ্ঠান চারটির প্রতিনিধিদল উপস্থিত ছিল।



 

Show all comments
  • Rafsan ২৪ জুলাই, ২০২১, ২:০৫ পিএম says : 0
    কবে নেত্রকোনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত করা হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ