পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজহারুল ইসলামকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ। গতকাল রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের তাÐবের মামলা ছাড়াও সাম্প্রতিক নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে গতকাল দুপুরে আজহারুলকে ঢাকার আদালতে নেয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা হেফাজত নেতাকে ১০ দিনের জন্য হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।
আসামিপক্ষে মো. পারভেজ, খাদেমুল ইসলাম ও আল মাহমুদ খান তার বিরোধিতা করে আজহারুলের জামিন চেয়ে আবেদন করেন। তারা বলেন, আসামি রাজনীতি করেন না, তিনি শুধু শিক্ষকতা করেন। এই মামলায় উদ্দেশ্যমূলকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে হেফাজত নেতার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।