Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘উৎসবের’ ছুটিতে চীনে যাত্রীসংখ্যা সাড়ে ১২ কোটির বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ১২:০০ এএম

গত সোমবার চীনের পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত তিন দিনে ‘ড্রাগন নৌকা উৎসবের’ ছুটিতে দেশের রেলপথ, সড়কপথ, জাহাজ ও বিমানসহ বিভিন্ন পরিবহন মাধ্যমে যাত্রীর পরিমাণ ১২ কোটি ৪০ লাখ পার্সনটাইম ছাড়িয়েছে; যা গত বছরের একই সময়ের তুলনায় ৫২ দশমিক ৫ শতাংশেরও বেশি।

জানা গেছে, রেলপথে যাত্রীর পরিমাণ তিন কোটি ১৬ লাখ ৭২ হাজারেরও বেশি, সড়কপথে যাত্রীসংখ্যা আট কোটি ৬৩ লাখ ৫০ হাজার ছাড়িয়ে যায়। চীনা নাগরিকরা এ ছুটিতে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়িয়েছেন এবং জন্মস্থানে ফিরে গেছেন। দেশের মহাসড়কে গাড়ির সংখ্যা ১০ কোটিরও বেশি হয়। সড়কপথে দৈনিক গাড়ির পরিমাণ সাড়ে তিন কোটি ছাড়িয়েছে।
এমসিটি-র তথ্য অনুসারে, ড্রাগন বোট ফেস্টিভালের ছুটিতে ৮ কোটি ৯১ লাখ ৪০ হাজারটি ট্রিপ দেয়া হয়েছে। ২৯ দশমিক ১ শতাংশ দেশীয় পর্যটক যেখানে বাস করেন সেসব শহর ঘুরে বেড়ানো বেছে নিয়েছেন, ৩৪ দশমিক ৪ শতাংশ শহর এবং শহরতলির পার্কগুলিতে যেতে পছন্দ করেছেন, আর ৮৮ দশমিক ৬ শতাংশ ৩০০ কিলোমিটারের চেয়ে কম পথ ভ্রমণ করেছেন। সূত্র : সিরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ