পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দেশের গৃহঋন প্রদানকারী সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লি. (ডিবিএইচ) সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের কাস্টমার সার্ভিস সেন্টার চালু করেছে। মঙ্গলবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর গুলশান, ধানমন্ডি, মতিঝিল ও উত্তরাতে শাখার পরে এটাই ডিবিএইচের প্রথম কাস্টমার সার্ভিস সেন্টার। এর ফলে মিরপুর ও তার পাশর্^বর্তী এলাকায় বসবাসরত ডিবিএইচের বর্তমান এবং নতুন আগ্রহী গ্রাহকগণ তাদের লোন বা ডিপোজিট সম্পর্কিত সেবা এই সেন্টার থেকে গ্রহন করতে পারবেন। ডিবিএইচের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সার্ভিস সেন্টার ডিবিএইচের গ্রাহক সেবা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিবিএইচের উপ-ব্যাবস্থাপনা পরিচালক ও হেড অফ আইটি মোঃ হাসান ইফতেখার ইউসুফ, হেড অফ এডমিনিষ্ট্রেশন ও রিকভারি সাইয়াফ এজাজ, হেড অফ লোন অপারেশনস জাকারিয়া ইউসুফ, হেড অফ লোন সেলস মোঃ গোলাম রসুল সেলিম, হেড অফ ডিপোজিটস, কাস্টমার এক্সপেরিয়েন্স ও বিজনেস প্ল্যানিং সাবেদ বিন আহসান সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।