পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশের অন্যতম কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত কোম্পানি প্রাণ এগ্রো লিমিটেড ২১০ কোটি টাকার (২৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমান) অরূপান্তরযোগ্য ও রিডেমবল বন্ড এর লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে। এটির শতভাগ ক্রেডিট গ্যারান্টি হিসেবে রয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্যারান্টকো এবং চলতি মাসের ১৯ তারিখে এ বন্ডে পুরো বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ। সাত বছর মেয়াদী এ কুপন বন্ড বাংলাদেশে এই ধরনের প্রথম বন্ড এবং এটি কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানির অবকাঠামো নির্মাণের অর্থায়নের ক্ষেত্রে বিনিয়োগ করা হবে।
এ বন্ড ইস্যুর মাধ্যমে বাংলাদেশের আর্থিক খাতে বেশ কয়েকটি অর্জন সাধিত হয়েছে। এটিই এ ধরনের প্রথম ব্লেন্ডেড ফাইন্যান্স স্ট্রাকচারড বন্ড এবং আন্তজার্তিক গ্যারান্টেড প্রথম বাংলাদেশি বন্ড। এ বন্ডে বিনিয়োগ করেছে একটি আন্তজার্তিক বীমা কোম্পানি এবং প্রাইভেট প্লেসমেন্টের আ্ওতায় প্রথম ডিজিটাইড বন্ড।
বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপে ১০০,০০০ তালিকাভুক্ত চুক্তিভিত্তিক কৃষক রয়েছে এবং এ গ্রুপের অধীনে ১১০,০০০ লোক কাজ করছে। এ বন্ডের অর্থ কৃষির সাপ্লাই চেইন এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রাণ এগ্রো লিমিটেডের কর্মকান্ড সম্প্রসারণে ব্যবহার করা হবে।
এ বন্ডের একমাত্র বিনিয়োগকারী বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্সুরেন্স কোম্পানি মেটলাইফ বাংলাদেশ। এই প্রথম বাংলাদেশে কোনো বীমা কোম্পানি কর্পোরেট বন্ডে শতভাগ সাবস্ক্রাইব করেছে। এর মাধ্যমে বাংলাদেশে মেটলাইফের বিনিয়োগের ক্ষেত্রসমূহে আরো বৈচিত্র্য আসবে।
এ বন্ডের জামানতকারী হিসেবে রয়েছে প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি) এর অঙ্গ প্রতিষ্ঠান গ্যারান্টকো। যার অর্থায়নে রয়েছে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন, নেদারল্যান্ডস ও ফ্রান্সের সরকার। গ্যারান্টকোর ফিচ রেটিং এএ- এবং মুডি রেটিং এ১। গ্যারান্টকোর কারণে এ বন্ডের রেটিং হয়েছে এ প্লাস।
এ বন্ডের বন্ড ট্রাস্টি ও সিকিউরিটি এজেন্ট হিসেবে রয়েছে গ্রীন ডেল্টা কোম্পানি লিমিটেড এবং প্রাণ এগ্রোর আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করেছে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।