Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন মু. মাহমুদ আলম চৌধুরী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ৬:০০ পিএম

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মু. মাহমুদ আলম চৌধুরী। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। মাহমুদ আলম চৌধুরী ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ব্যাংকের প্রধান শাখা, বনানী শাখা, কাওরান বাজার শাখা ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ে মানব সম্পদ বিভাগ, অডিট অ্যান্ড ইনস্পেকশন বিভাগ, বিশেষ সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, কেন্দ্রীয় আইন বিভাগ, জনসংযোগ বিভাগ, ব্রাঞ্চেস ও মার্কেটিং বিভাগ এবং সাধারণ সেবা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ব্যাংক, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংক থেকে দেশে বিদেশে আয়োজিত উচ্চতর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে সাফল্যের সাথে অংশগ্রহণ করেন।
চৌধুরী ১৯৮৮ সালের সেপ্টেম্বর মাসে প্রবেশনারী অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এ যোগদানের মাধ্যমে তাঁর চাকরি জীবন শুরু করেন। পরবর্তীতে এনসিসি ব্যাংক ও প্রাইম ব্যাংকে বিভিন্ন পদে চাকরি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে সম্মানসহ ¯œাতকোত্তর মাহমুদ আলম চৌধুরী ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি জগন্নাথ মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ