Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সঙ্কটাপন্ন জেয়াদ আল মালুম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১২:০০ এএম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম। এখন তিনি ঢাকার শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। ট্রাইব্যুনালের প্রসিকিটর তাপস কান্তি বল জানিয়েছেন, গত ২৫ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেয়াদ আল মালুম। ওই রাতেই তাকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওই হাসপালের লাইফ সাপোর্টে নেয়া হয়। পরিবারের পক্ষ থেকে জেয়াদ আল মালুমের সুস্থতার জন্যে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
প্রসঙ্গত: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে ২০০৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। ২০১০ সালে সুপ্রিম কোর্ট বারের সিনিয়র অ্যাডভোকেট জেয়াদ আল মালুমকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী,জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলায় অন্যতম প্রসিকিউটর হিসেবে জেয়াদ আল মালুম প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ