Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগমগঞ্জে বিদেশি বিয়ারসহ ১ জন আটক

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০০ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার বসন্তবাগ এলাকার একটি বাড়ি থেকে ৮৭ ক্যান বিয়ার ও ৫ হাজার টাকাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গত মঙ্গলবার দিবাগত রাতে বসন্তবাগ এলাকার জব্বর চেরাং বাড়ির অভিযান চালিয়ে র‌্যাব-১১, সিপিপি-৩ একটি টিম দলিলুর রহমানের ঘর থেকে ৮৭ ক্যান বিয়ার ও ৫ হাজার টাকা জব্দ ও মাদক বিক্রেতা দলিলুর রহমানকে গ্রেফতার করে।
র‌্যাব জানায়, মাদক বিক্রেতা দলিলুর রহমান (৩৩) দীর্ঘদিন ধরে ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নোয়াখালী ও লক্ষীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ