পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির (অ্যানরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামি শনিবার। আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এক প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। সংস্থার সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামি শনিবার আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
এর আগে চলতি মাসের ৪ তারিখ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানিয়েছিলেন, পরীক্ষার সব খাতা জমা পড়েছে। ফলও প্রায় প্রস্তুত। এখন পরিস্থিতি স্বাভাবিক হলে যেকোনো দিন ফল প্রকাশ করা হবে।
গত বছরের ১৯ ডিসেম্বর প্রথম ধাপে লিখিত পরীক্ষায় ৯টি কেন্দ্রের মধ্যে ৫ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়। কেন্দ্রগুলো হচ্ছে, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। এসব কেন্দ্রর পরীক্ষা বাতিল করা হয়।
পরে ২৭ ফেব্রæয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষার দিনে এসব কেন্দ্রর পরীক্ষা আবারও অনুষ্ঠিত হয়। দুইধাপে প্রায় ১৩ হাজার শিক্ষানবীশ আইনজীবী পরীক্ষায় অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।