পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বুধবার ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকেরও সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের। তিনি বলেন, সরকারি ছুটি থাকায় এদিন ব্যাংক বন্ধ থাকবে।
এছাড়া পুঁজিবাজারে লেনদেনও এদিন বন্ধ থাকবে। দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন ও অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে আগের মতো সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে।
এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। একইভাবে বৃহস্পতিবার সকাল ১০টায় শেয়ার বাজারে লেনদেন শুরু হবে। চলবে দুপুর ২টা পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।