Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ১২:৫৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বজ্রপাত, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন ও টর্নেডোসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে রক্ষা করতে সামগ্রিক প্রস্তুতির কাজ করছি আমরা। এ জন্য একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছি। এগুলো ধাপে ধাপে বাস্তবায়নও করছি।

রোববার (২৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও পাঁচটি মুজিব কিল্লার উদ্বোধন এবং ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করছে। এই কাজের মধ্য দিয়ে দেশকে উন্নয়নশীল দেশে হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। খাদ্য, বস্ত্র ও বাসস্থান দেয়ারও ব্যবস্থা করছি। সেমি পাকাঘর ও দুর্যোগ মোকাবিলায় সক্ষম ঘর করে দিচ্ছি। দুর্যোগকালীন মানুষের কাছে দ্রুত খাদ্য পৌঁছাতে ত্রাণগুদামের ব্যবস্থা করেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জানি, এটি একটি বদ্বীপ, প্রতিনিয়ত দুর্যোগ মোকাবিলা করতে হবে। মনুষ্যসৃষ্ট দুর্যোগও আসে। সবই মোকাবিলা করে আমরা এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু বলেছেন, বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না। আসলেই আমাদের দাবিয়ে রাখা যায়নি। যাবেও না। আমরা সব দুর্যোগ-সংকট মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি।

এ সময় বিএনপিসহ বিভিন্ন দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এরপর বিভিন্নভাবে বিভিন্ন দল সরকার গঠন করেছে। কিন্তু কেউই দুর্যোগ মোকাবিলায় কোনো ব্যবস্থা নেয়নি। আমরা সেটা করছি। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, সারাবিশ্বে কীভাবে দুর্যোগ ব্যবস্থা করা যায়, এটা নিয়ে আমরা কাজ করছি। সারাবিশ্ব বাংলাদেশকে একটা দুর্যোগ মোকাবিলায় দৃষ্টান্ত হিসেবে দেখে। এটা আমাদের জন্য গর্বের।

করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনরা সবসময় মাস্ক পরবেন। হাত ধুবেন। নিজেদের সতর্কতার জন্য নিজেরাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। অন্যকেও উৎসাহিত করুন।

দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের কাজ নিজে করা, বিশেষ করে যুবসমাজ নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সামনে আরকেটা ঘূর্ণিঝড় আসছে। আমরা সতর্কতা নেয়া শুরু করেছি। সবাই সতর্ক থাকলে আমরা এটাও হ্রাস করতে পারব।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী ভার্চুয়ালে যুক্ত দেশের তিনটি উপজেলার উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২৩ মে, ২০২১, ৩:৩৭ পিএম says : 0
    উন্নয়ন অগ্রগতি বিশ্বেরমাঝে বাংলাদেশের পরিচিতি উন্নয়নশীল বাংলাদেশ অগ্রগতির বাংলাদেশ। মজবুত অর্থনীতির বাংলাদেশ প্রতিযোগিতামূলক বিশ্বের মাঝে ডিজিটাল বাংলাদেশআপনাকে গভীর শ্রদ্ধা সালাম। শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশের মানুষ শক্তিশালী অর্থনীতির প্রতিষ্টাতা বঙ্গবন্ধুর কন‍্যার অবদান। শক্তিশালী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিক বঙ্গবন্ধুর কন‍্যার অবদান স্বীকার করবে। ভয় হচ্ছে বিশালাকার অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশ প্রতিষ্টা করে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র শক্তিশালী শক্রপক্ষ সৃষ্টি হয়েছে। এটি অস্বীকার করার সুযোগ নেই। বঙ্গবন্ধুর কন‍্যার ভীশনারী লিডারশিপ দক্ষিণ এশিয়ার বাংলাদেশের শক্তিশালী অবস্থান। বিশ্বের মাঝে উন্নয়নশীল বাংলাদেশের যাত্রা ইস্পাত কঠিন লৌহ মানবীর মত শক্তিশালী বাংলাদেশের আত্নপ্রকাশ। এই বিজয় বঙ্গবন্ধুর ক্ষুদা দারিদ্র মুক্তির সংগ্রাম কে পেরিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের সৃষ্টি এককথায় এই অবদানের যুদ্ধের শুরু পদ্ধাসেতুর গভীর ষড়যন্ত্রে দেশীয় আন্তর্জাতিক মহলের মুখের উপর ঘোষণার মাধ্যমে। পদ্ধাসেতু বাংলাদেশের অর্থদিয়েই হবে। বাংলাদেশের চিত্র পরিবর্তন হলো। ষড়যন্ত্রকারীদের জওয়ার পদ্ধাসেতু দির্শমান। আজকের শিরোনাম বাংলাদেশ কে আরো এগিয়ে নিয়ে যেতে চায়। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে যতদিন বঙ্গবন্ধুর কন‍্যার হাতে বাংলাদেশ থাকেন। মহামারীরে আক্রান্ত বিশ্বের প্রত‍্যেকটি দেশ পরাশক্তি অর্থনৈতিক শক্তিশালী দেশের অবস্থা কঠিন। যুক্তরাষ্ট্র সহ পাশ্ববর্তী ভারতে ভয়ংকর মৃত্যুর মিছিল। আমাদের নাকের ডগায় পশ্চিমবঙ্গে ও মৃত্যুর মিছিল ভারতীয় ভ‍্যারিয়েন্ট পনা চলেছে। অদৃশ্য ভাইরাসের মালিকের নিকট প্রার্থনা ভারতীয় দের ক্ষমা করুন। বাংলাদেশের মানুষ কে ক্ষমা করুন।আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি।আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ