পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে পাকড়াও করা হয়েছে। পাহাড়তলী থানাধীন দুলালাবাদ রেলক্রসিং এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ২টি ছোরা, বোল্ড কাটার, শাবল, লোহার হাতল ও একটি মিনি পিকআপ জব্দ করা হয়। তারা পিকআপ নিয়ে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষীপুরসহ বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে গরু চুরি ও ডাকাতি করে।
গত এক মাসে তারা মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকা, ফকিরহাটসহ আরো বিভিন্ন এলাকা থেকে একাধিক গরু চুরি ও ডাকাতি করেছে। তারা হলেন, জাহাঙ্গীর আলম (৩১), মোঃ আবুল কালাম ওরফে সোহেল (৩২), মোঃ বাবুল মিয়া (৪২), মোঃ রিপন (৩১) ও আব্দুল্লাহ আল মামুন (৩০)। তাদের মধ্যে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আটটি, সোহেলের বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় চারটি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।