পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত বছরের নিয়মেই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে, ভর্তি পরীক্ষা আগের নিয়মেই হবে। ভর্তি পরীক্ষার আবেদন ফিও গতবছরের মতই থাকবে। এছাড়া এ বছরও সুযোগ পাবে সেকেন্ড টাইমের পরীক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার তারিখ নির্দিষ্ট হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘করোনা পরিস্থিতি ‘পুনর্বিবেচনা’ করে ভর্তি পরীক্ষার চ‚ড়ান্ত তারিখ পরে নির্ধারণ করা হবে।
এর আগে ভর্তি প্রক্রিয়ার ফরমের ম‚ল্যবৃদ্ধি ও দুই ধাপে বাছাই প্রক্রিয়ার সিদ্ধান্ত গ্রহণ করে জাবি। বিভিন্ন অনুষদের ফর্মের দাম ৪০০ ও ৬০০ টাকা থেকে যথাক্রমে ৭৫৫ ও ১১৫৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। পরে সমালোচনার মুখে এই সিদ্ধান্ত স্থগিত করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।