পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসা প্রাঙ্গণে সম্প্রতি ইসরায়েলের নৃশংস হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বের বহু প্রভাভশালী রাষ্ট্র মুখ না খুললেও এই বর্বরতার বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাদের পাশে দাঁড়িয়ে একাত্বতা প্রকাশ করায় প্রধানমন্ত্রীকে অনেকেই অভিনন্দন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
ফিলিস্তিন রাষ্ট্রের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, ‘আমরা হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। আমরা ফিলিস্তিনসহ বিশ্বের যেকোনো দেশে এ ধরনের জঘন্যতম হামলার অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
চিঠিতে প্রধানমন্ত্রী আরও লিখেন, ‘আমার দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আল-আকসা মসজিদ এলাকায় বর্বরোচিত হামলায় নিরীহ মুসল্লি ও সাধারণ জনগণের হতাহতের ঘটনায় দুঃখ এবং উদ্বেগ প্রকাশ করছি।’ প্রধানমন্ত্রী স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল নানা ইস্যুতে সরকারের প্রায়ই সমালোচনা করলেও ফিলিস্তিনের পক্ষে ওই বিবৃতি দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী’। অভিনন্দন জানিয়ে তার দেয়া এই স্ট্যাটাসের সাথে অনেকেই একাত্মতা প্রকাশ করে শেখ হাসিনাকে প্রশংসায় ভাসান।
যথাযথভাবে বিবৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আব্দুল হামিদ লিখেছেন, ‘‘আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর এমন একটি মানবিক দায়িত্ব পালনের জন্য একটি অন্যতম মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের পক্ষে একক ভাবে সমবেদনা জ্ঞাপন ও নির্যাতিত প্যালেস্টাইন জনগণের পাশে দাঁড়িয়ে একাত্বতা প্রকাশ করায়। আল্লাহ্ পাক আপনাকে নেক হায়াত দান করুন আমীন।’’
সাদি মুসলেহ লিখেছেন, ‘‘বাংলাদেশের সরকারের পক্ষ হতে সঠিক বিবৃতি জানানো হয়েছে। ইসরায়েল ও হামাসকে সন্ত্রাস ও সহিংসতা হতে বেরিয়ে আসতে হবে। প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ও আইজ্যাক রবিনের শান্তিচুক্তি সামনে আনতে হবে।’’
প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে মোঃ মোজাহের লিখেছেন, ‘‘বর্বরতার অন্ধকার যুগকে পেছনে ফেলে বর্তমান আধুনিক জ্ঞান-বিজ্ঞানের আলোর জগতে প্রবেশ করেও বিশ্ব নেতৃবৃন্দ এখনো সেই আইয়্যামে জাহেলিয়াতের নেতৃত্ব থেকে বেরিয়ে আসতে পারেননি,ফিলিস্তিনের আল-আকসা মসজিদের ঘটনা বিশ্ব নেতাদের জন্য কঠিন এক অগ্নি পরীক্ষা ও চ্যালেঞ্জ !আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা প্রকাশ করায় মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’
মেহোতাব হাকিম নীল লিখেছেন, ‘‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেটা পারলেন, সৌদি আরবও পারেনি, কারণ তারা দালাল, আপনি ইসলাম প্রিয়।’’
মোঃ নজরুল ইসলাম লিখেছেন, ‘‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। দেশরত্ন শেখ হাসিনা। আল্লাহ আপনাকে সাহায্য করুক, যেন আপনি নির্যাতিত মুসলমানদের পক্ষে আরো শক্ত অবস্থানে যেতে পারেন।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।