Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ১:০৯ পিএম

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠিয়েছেন।

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষ কার্যত যুদ্ধে রূপ নিয়েছে। বুধবার (১২ মে) সেই যুদ্ধ চলছে টানা পঞ্চম দিনের মতো। সোমবারের মতো মঙ্গলবারও দিনভর লড়াই হয়েছে। একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। পাল্টা রকেট হামলা চালাচ্ছে হামাসও।

মঙ্গলবার (১১ মে) রাতভর এবং বুধবার (১২ মে) ভোরে গাজার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অবরুদ্ধ এই ভূখন্ডটিতে এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশুও রয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ২৫০ জন ফিলিস্তিনি।
অপরদিকে ফিলিস্তিনির প্রতিরোধ যোদ্ধা গ্রুপ হামাস গত তিনদিনে ইসরায়েল অভিমুখে ২০০টিরও বেশি রকেট ছুড়েছে। এতে ইহুদিবাদী দেশটিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার (১১ মে) অবরুদ্ধ উপত্যকা গাজায় ১৩ তলা একটি ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। ‘হানাদি টাওয়ার’ নামের ওই ভবনটি বোমার আঘাতে ধসে পড়েছে। তবে ভবনে থেকে বাসিন্দারা আগেই সরে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। ওই ভবনে হামাস নেতাদের রাজনৈতিক কার্যালয় ছিল বলে জানা গেছে।



 

Show all comments
  • EHSAN ELAHI JAHIR ১২ মে, ২০২১, ২:১৪ পিএম says : 0
    মাননীয়া প্রধানমন্ত্রী মহোদয়কে আল-আকছা মসজিদে ইসরায়েলী হামলার নিন্দা জ্ঞাপনের সাহসী পদক্ষেপের জন্য প্রাণখোল অভিনন্দন! সাথে সাথে 'বেলফোর' ঘোষণা বাতিল করে জারজ রাষ্ট্র ইসরায়েলকে ‌‌‌‌'না' বলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়ার সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিহত করার আহবান জানাচ্ছি। বিশ্ব মানবতার কল্যাণে বাংলাদেশ সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
    Total Reply(0) Reply
  • Abul Kalam Azad ১২ মে, ২০২১, ২:৪০ পিএম says : 0
    ধন্যবাদ প্রধানমন্ত্রী কে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ১২ মে, ২০২১, ৩:০০ পিএম says : 0
    বিশ্ব মানবতার মা বিশ্বের প্রভাবশালী নেতাদেরএকজন দক্ষিণ এশিয়ার ভিশনারী লিডার। বাংলাদেশ কে বিশ্বের মাঝেই সত্যি কার মর্যাদাবান অর্থনৈতিক শক্তিশালী আর্তসম্মানী জাতির পরিচয় দানকারী নেতা। বিশ্বের মুসলমানদের পক্ষে শক্তিশালী নেতা মাননীয় প্রধানমন্ত্রী ইসরায়েলের জঘন্যতম বর্বরতা হত‍্যার গনহত‍্যার প্রতিবাদ করেছেন। বিশ্বের মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের প্রতি গভীর সহানুভূতি সহমর্মিতা জানিয়েছেন। রমজানের কদরের রাতেও দখলদার ইহুদি কাফের মুনাফেক নিরস্ত্র নিরহ শান্তিপ্রিয় ফিলিস্তিনিদের আল্লাহর ঘরে বায়তুল মোকাদ্দেছ নামাজরত অবস্থায় জঘন্যতম ঘৃণ্য বর্বরতা হামলার প্রতিবাদের ভাষা জানা নেই। ইসরায়েলের অস্ত্র অর্থ শক্তিদাতা আমেরিকা অতি ক্ষুদ্র গজবে লক্ষ লক্ষ মৃত্যু হয়েছে। বিশ্বের মধ্যে গজব আজাব শুরু হয়েছে বিভিন্ন দেশে। শিক্ষা হচ্ছেনা মাননীয় প্রধানমন্ত্রীর শারীরিক নিরাপত্তা সুস্থতার মাঝে থাকুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ