পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঈদকে সামনে রেখে শেয়ারবাজারে গতি ফিরেছে। সাধারণ বিনিয়োগকারিরা ব্যাংকের ন্যায় শেয়ারবাজর থেকে টাকা তোলার হিড়িক বাড়ছে। যার ফলে ঈদের আগেই টানা উত্থানে রয়েছে দেশের শেয়ারবাাজার। গতকালের উত্থান নিয়ে টানা পাঁচ কার্যদিবস উত্থান হয়েছে পুঁজিবাজারে ।
এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে তিন মাস পর ৫ হাজার ৭০০ পয়েন্ট অতিক্রম করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৪ দশমিক ৩৬ পয়েন্টে। সূচকটি ৩ মাস ১৩ দিন বা ৫৮ কার্যদিবস পর ৫ হাজার ৭০০ পয়েন্টের ঘর অতিক্রম করেছে। এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি সূচকটি ৫৭২৪ পয়েন্টে অবস্থান করছিল। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ১০ দশমিক ৪১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৭১ দশমিক ৯০ পয়েন্ট এবং ২ হাজার ১৯৪ দশমিক ৭৫ পয়েন্টে। এদিন ডিএসইতে ১ হাজার ৪০৩ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫১ কোটি ৩২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫২ কোটি ৩ লাখ টাকার।
ডিএসইতে এদিন ৩৬২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২১৮টির বা ৬০ দশমিক ২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭১টির বা ১৯ দশমিক ৬১ শতাংশের এবং বাকি ৭৩টির বা ২০ দশমিক ১৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান কো¤পানিগুলোর মধ্যে- বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, বিএটিবিসি, রবি, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, পাইয়োনিয়ার ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক।
কো¤পানিগুলোর মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সর শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে। কোম্পানিটির দিনশেষে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে। গত রোববার ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭০ দশমিক ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৭ দশমিক ৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ঢাকা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। দর বৃদ্ধির শীর্ষে অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পাইয়োনিয়ার ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, মার্কেনটাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, নিটল ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।
অন্যদিকে এদিন লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যেশেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের। প্রতিষ্ঠানটির ৭১টির বা ১৯ দশমিক ৬১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গত রোববার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৮০ টাকা বা ৫ দশমিক ০১ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। দর কমা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পূবালী ব্যাংক, এপোলো ইস্পাত, ফ্যামিলি টেক্স, সানলাইফ ইন্স্যুরেন্স, মীর আকতার হোসাইন লি., এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, আলিফ, ম্যানুফ্যাকচারিং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৬৬ দশমিক ৩৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৬টির দর বেড়েছে, কমেছে ৬৫টির আর ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।