Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ বছর সাজার জন্য ১৪ বছর পালাতক অবশেষে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ১২:০০ এএম

দুই বছরের সাজা এড়াতে ১৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে গত বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানা পুলিশের হাতে গ্রেফতার হতে হলো আব্দুল কুদ্দুসকে। গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস ফতুল্লা মডেল থানার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগরের মৃত কালাই সর্দারের পুত্র।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে ২০০৭ সালে পৃথক দুটি চেকের মামলায় টাঙ্গাইল দায়রা জজ ৩য় আদালত দুটি মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। পরবর্তীতে একই বছর তার বিরুদ্ধে এক বছর করে দুই বছরের সাজা প্রদান করেন আদালত। গ্রেফতারী পরোয়ানা জারির পর থেকেই আব্দুল কুদ্দুস পলাতক ছিলেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতনগর মুসলিমনগরের প্রেমরোড এলাকায় তার শ্বশুর বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার এসআই সিরাজুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস পৃথক দুটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০০৭ সাল থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং কিছুটা কৌশল অবলম্বন করে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ