Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুখাদ্য কিনতে ৫ কোটি টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ১২:০০ এএম

বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার আগাম প্রস্তুতি হিসেবে ৬৪ জেলার ৪৯২টি উপজেলায় শিশুখাদ্য কিনতে ৪ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে সম্প্রতি এ বরাদ্দ দেয়া হয়েছে। এ বরাদ্দ থেকে প্রতিটি উপজেলায় এক লাখ টাকা করে দেয়া হবে।

বরাদ্দের পত্রে শর্তে বলা হয়েছে, শিশুখাদ্য হিসেবে বিভিন্ন প্রকার খেজুর, বিস্কুট, সার্টিফাইড তেল, ব্রাউন চিনি, সুজি, মসুর ডাল, সাগু, সার্টিফাইড চাল, ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট, বাদাম ও মানসম্মত রেডিমেড খাদ্য স্থানীয়ভাবে ক্রয় করে বিতরণ করতে হবে। বরাদ্দ হওয়া অর্থ অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এসব শর্ত যথাযথভাবে অনুসরণ করে এ অর্থে শিশুখাদ্য ক্রয় করে বিতরণ করবেন এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ