পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বৃহত্তর উত্তরার কওমি মাদরাসাসমূহের সমন্বয়ে গঠিত বেফাকের সহযোগী আঞ্চলিক শিক্ষা বোর্ড হাইআতুত তালীম ওয়াততারবিয়া লিলমাদারিসিল কওমিয়া (তালীমী বোর্ড উত্তরা) ঢাকার ৫ম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত শনিবার বাদ যোহর বোর্ডের কার্যালয় জামিয়া বাবুস সালাম বিমানবন্দরে পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আব্বাস বোর্ডের সিনিয়র সহসভাপতি মাওলানা আবু সাবিত হেদায়াতুল্লাহ সিদ্দীকীর নিকট ফলাফল হস্তান্তরের পর তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোর্ডের মহাসচিব মাওলানা আনিছুর রহমান, পরীক্ষা কমিটির সদস্য, নিরীক্ষকবৃন্দ, বোর্ড কমিটির সদস্যবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী মাদরাসাসমূহের প্রতিনিধিবৃন্দ।
গত ২০ মার্চ শুরু হয়ে ৪ এপ্রিল শেষ হওয়া এবারের বৃত্তি পরীক্ষায় দরসিয়াত বিভাগে ৩০১জন ও হিফযুল কোরআন বিভাগে ৯০৯ জনসহ মোট ১২১০জন পরীক্ষাথী অংশ নেয়। গড় পাসের হার ৯২.৩৯%। দরসিয়াতে ৮৩.৩৮% এবং হিফযুল কোরআনে ৯৫.৩৭%। দরসিয়াত ও হিফযুল কোরআনের বিভিন্ন স্তরে ১২৭ জন বৃত্তির জন্য মনোনীত হয়। হিফয ও দরসিয়াতে মোট অ+ (মুমতায) পেয়েছে ৩৫৯জন। পরীক্ষার ফলাফলের সকল তথ্য বোর্ডের নিজস্ব ওয়েব সাইট যঃঃঢ়://িি.িঃধষরসরনড়ধৎফঁঃঃধৎধ.পড়স এ পাওয়া যাবে।
ফলাফল অনুষ্ঠানের আলোচনায় বোর্ডের মহাসচিব মাওলানা আনিছুর রহমান বলেন,গত বছরের চেয়ে এবারের ফলাফল সব দিক থেকেই অনেক ভাল। বোর্ড ও মাদরাসাগুলোর সমন্বিত উদ্দ্যোগ ও মনোযোগের ফলে ছাত্রদের মাঝে পড়ালেখায় প্রতিযোগিতা ভাব ফুটে উঠেছে। আশা করি ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় থাকলে শিক্ষা-দীক্ষার মান উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।