Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাউথ বাংলা ব্যাংকের সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২ মে, ২০২১, ৪:৪৫ পিএম

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় একশ’জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ দেওয়া হয়। এ উপলক্ষ্যে রোববার বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আ. ন. ম. ফয়জুল হক। সম্মানিত অতিথি ছিলেন এসবিএসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন। ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, ফকিরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তহুরা খানম, সহকারী কমিশনার (ভূমি) রহিমান সুলতানা বুশরা, ফকিরহাট ইউনিয়নের চেয়ারম্যান শিরিন আক্তার কিসলু, বাহিরদিয়া-মানসা ইউনিয়নের চেয়ারম্যান ফকির রেজাউল করিম, মূলঘর ইউনিয়েনের চেয়ারম্যান হিটলার গোলদার প্রমুখ। ফকিরহাট উপজেলার ৭২টি ওয়ার্ডে একটিসহ সর্বমোট একশ’ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ