Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লুটপাট বন্ধে সামাজিক কার্যক্রমে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার দাবি মান্নার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

সরকারের সামাজিক কার্যক্রমে লুটপাট বন্ধে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
গতকাল দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহবান জানান। মান্না বলেন, সরকারের সামাজিক কার্যক্রমে লুটপাটের আশঙ্কা থাকায় সেনাবাহিনীকে দিয়ে দ্রæত একটা সঠিক তালিকা তৈরিই পারে এই সমস্যার গ্রহণযোগ্য সমাধান করতে।
মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় কোনও উন্নয়ন নেই। দেশের দুই কোটি পরিবারকে ১০ হাজার করে টাকা দিলে প্রয়োজন মাত্র ২০ হাজার কোটি টাকা। সেই সঙ্গে আরও কিছু ক্ষেত্র যোগ করলে আরও কয়েক হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। এই বছর সরকারের পরিচালনা ব্যয় নানা দিক থেকে কমানো হয়েছে এবং উন্নয়ন বাজেটেরও একটা বড় অংশ এখনও ব্যয় করা হয়নি। প্রয়োজনে অনেক উন্নয়ন ব্যয় বন্ধ রেখে টাকার সংস্থান করতে হবে।
মান্না বলেন এই টাকা একটা চমৎকার বিনিয়োগও। কারণ, এই পরিবারগুলো বাজারে এই টাকা খরচ করলে যে চাহিদা তৈরি হবে, সেটা সংশ্লিষ্ট অনেক খাত এবং শিল্প উৎপাদনের জন্য খুব বড় প্রভাব রাখবে। অনেক ব্যবসা এবং শিল্প চাঙ্গা হয়ে উঠবে। এই পদ্ধতিতে শিল্পে প্রণোদনা দেওয়ার পরিমাণ অনেক কমিয়ে আনতে পারবে সরকার।
সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের ছয় দফা উল্লেখ করেন মান্না। এ সময় উপস্থিত ছিলেন দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মোমিনুল ইসলাম, সাকিব আনোয়ার, আবু তালেব দেওয়ান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান খসরু এবং সাধারণ সম্পাদক রাজ্জাক সজীব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ