Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা-মনিটরিং কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের ফলে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি, পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও তদারকির জন্য কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২২ সদস্যের এই কমিটির সভাপতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে তারা হলেন, মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জাতীয় রাজ¯ বোর্ডের চেয়ারম্যান, অর্থ বিভাগের সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব), পররাষ্ট্র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, শিল্প সচিব, কৃষি সচিব, পরিবেশ সচিব, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য (শরিফা খান), এফবিসিসিআই’র সভাপতি, বিজিএমইএ’র সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতি। কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (নির্বাহী সেল ও পিইপিজেড)।
কমিটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণপরবর্তী সময়ে দেশের কোন কোন খাতে কী পরিমাণ প্রভাব পড়তে পারে তা নির্ধারণ করবে। একইসঙ্গে নির্ধারণ করা প্রতিটি খাতের জন্য মূল দায়িত্ব পালনকারী এবং সহযোগী হিসেবে দায়িত্ব পালনকারী মন্ত্রণালয়/বিভাগ ও সংস্থাগুলোর ম্যাপিংও করবে তারা। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য স¤প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং মুক্ত/ অগ্রাধিকার বাণিজ্য চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শুল্কনীতি প্রণয়নে পরামর্শ দেবে কমিটি।
এছাড়া এই কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগ, দফতর ও সংস্থার নির্দিষ্ট সময়াবদ্ধ পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করবে। মন্ত্রণালয়/ বিভাগ, দফতর, সংস্থার নেয়া কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়মিত মনিটরিং ও পরামর্শ দেবে। কমিটি প্রতি তিনমাসে কমপক্ষে একবার সভার আয়োজন করে অগ্রগতি পর্যালোচনা করবে। কমিটি প্রয়োজনে অন্য কোনো মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থার প্রতিনিধি বা ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ