পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বৈশ্বিক মহামারি চলাকালীন ঈদের আমেজ বজায় রাখতে এবং কেনাকাটার সহজ সমাধানের লক্ষ্যে দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ আয়োজন করেছে ‘ঈদ শপিং ফেস্ট’।
ঈদ প্রায় চলে এসেছে। কিন্তু, বাস্তবতা হচ্ছে, অন্তত পরবর্তী কয়েক সপ্তাহে ভাইরাস থেকে নিস্তার পাবার কোন সম্ভাবনা নেই। কাছের মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারলে ঈদ উদযাপন অপূর্ণ রয়ে যায়। আর এটি কেবল পরিবার ও আত্মীয়স্বজনের জন্য ঈদের কেনাকাটার মাধ্যমেই সম্ভব। তবে, এ সময় ভিড়ের মধ্যে শপিং মলে গিয়ে কেনাকাটা বিচক্ষণ হবে না। আর, সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে বিশেষজ্ঞরাও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।
এমতাবস্থায়, মানুষ যাতে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে সুরক্ষিতভাবে ঘরে বসে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার আনন্দ উপভোগ করতে পারেন এজন্যই দারাজের ঈদ শপিং ফেস্টের আয়োজন।
গ্রাহকরা বিভিন্ন ক্যাটাগরি, যেমন- গ্রোসারি, ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি ইত্যাদিতে নানা রকম অফার ও ডিল উপভোগ করতে পারবেন। ‘আই লাভ ভাউচার’ ব্যবহার করে একজন গ্রাহক ৬,০০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এই ক্যাম্পেইনের আওতায় থাকবে ফ্ল্যাশ সেল, যেখানে সীমিত সংখ্যক পণ্য একটি নির্দিষ্ট সময়ে বিশাল ছাড়ে কেনা যাবে। তাই সঠিক সময়ের অপেক্ষায় চোখ রাখতে হবে দারাজ অ্যাপে। এছাড়া, দারাজে নতুন ক্রেতাদের সবসময় স্বাগত জানানো হয়। তাই, দারাজ নতুন ক্রেতাদের প্রথম কেনাকাটায় ২৫ শতাংশ ছাড় (ন্যূনতম ১০০ টাকার কেনাকাটায়, সর্বোচ্চ ১৫০ টাকা ছাড়) দিচ্ছে।
ঈদ শপিং ফেস্টের সেরা ৫টি ডিলের মধ্যে রয়েছেঃ
১। এক্সক্লুসিভ ডিজাইনার ম্যাজেন্টা হাফ সিল্ক শাড়ি মাত্র -১,৮৪৯ টাকায়
২। নোয়াহ নন-স্টিক কিচেন কিং সেট (মেরুন) মাত্র - ৪,০০১ টাকায়
৩। পোকো এম৩ (৪ জিবি র্যাম/১২৮ জিবি রম – ৪৮ মেগা পিক্সেল এআই ট্রিপল ক্যামেরা – ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি – স্ন্যাপড্রাগন ৬৬২) মাত্র -১৫,১৯১ টাকায়
৪। ওয়াল্টন প্রিল্যুড এন৫০০০ ল্যাপটপ (কোয়াড কোর ১.১০ গিগাহার্টজ প্রসেসর – ৪ জিবি ডিডিআর৪ র্যাম - ১ টেরাবাইট এইচডিডি – ১৪.০ হাই ডেফিনিশন (এইচডি) এলইডি প্যানেল – ব্ল্যাক) ২৪,৮৫৭ টাকায়
৫। মিডিয়া ১.৫ টন স্প্লিট টাইপ এসি (৬ বছরের কমপ্রেসর গ্যারান্টিসহ নন-ইনভার্টার) মাত্র ৩১,৬১১ টাকায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।