পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ‘মাস্ক’ প্রদান করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি।
রোববার (২৫ এপ্রিল) সংগঠনের সাগর-রুনি মিলনায়তনে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে মাস্ক হস্তান্তর করেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যাবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. অলি আহাদ ঠাকুর। এসময় সাথে ছিলেন ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক রাইসুল হক চৌধুরী।
সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যাবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. অলি আহাদ ঠাকুর বলেন, সাংবাদিকদের পাশে থাকতে পেরে গর্বিত তাদের ইউনিভার্সিটি। ভবিষ্যতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেবামূলক কাজে পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউ’র সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রহমান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিআরইউকে সুরক্ষা সামগ্রী ‘মাস্ক’ প্রদান করায় সংগঠনের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।