Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রাণ সহযোগিতায় এগিয়ে এলো বিসিএস ৯ম ব্যাচ ফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ৫:২৪ পিএম

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকার র্কতৃক চলাচল সীমিত করনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিসিএস ৯ম ব্যাচ ফোরামের আর্থিক সহযোগিতায় এবং জেলা প্রশাসন, ঢাকা এর সার্বিক তত্ত্বাবধানে ১৫০ জন নরসুন্দর, ১৫০ জুতার কারিগর এবং ১০০ জন তৃতীয় লিঙ্গের মানুষসহ মোট ৪০০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, লবণ, সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিসিএস ৯ম ব্যাচ ফোরামের সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়ার নির্দেশনায় সার্কেল অফিসারের কার্যালয়, তেজগাঁও উন্নয়ন সার্কেল, দোলাইপাড়, ঢাকা এর অফিস মাঠে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জনাব মোঃ মোহসীন, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; কে.এম. তরিকুল ইসলাম, অতিরিক্ত সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়; শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়; মোঃ ফসিউল্লাহ, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি; মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রশাসক, ঢাকা; মোঃ মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ঢাকা; বীথি দেবনাথ, সার্কেল অফিসার, তেজগাঁও উন্নয়ন সার্কেল, ঢাকা এবং জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তাসহ ঢাকা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।ধারাবাহিকভাবে নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

ত্রাণ বিতরণ শেষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাগণ তাদের বক্তৃতায় সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষের মানবিক সহায়তার এগিয়ে আসার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ