পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর কামরাঙ্গীরচরের মুন্সিরহাট এলাকা থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া সিফাত (২৮) নামে এক যুবককে উদ্ধার করে পুলিশ। গতকাল দুপুর ২টায় হাত-পা বাঁধা ও অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। জ্ঞান ফেরার পর সিফাত বলেন, আমার স্ত্রীর সাথে ঝগড়া করে আমি থানায় যাই। এরপর থানা থেকে বের হয়ে হাজী আওয়াল উদ্দিন কলেজের সামনে এসে চায়ের দোকানে বসি। এরপর পেছন থেকে নাকে-মুখে কিছু একটা দিয়ে চাপ দিয়ে ধরে। পরে আর কিছু বলতে পারি না। আমার কাছে ৭০০ টাকা ও একটা ফোন ছিল, সেগুলো নিয়ে গেছে।
কামরাঙ্গীরচর থানার এসআই তন্ময় কুমার রায় বলেন, খবর পেয়ে হাত-পা বাঁধা একজনকে নদীর তীর থেকে উদ্ধার করা হয়। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। জরুরি বিভাগে নেওয়ার পরে তার জ্ঞান ফিরলে জানান, তার নাম সিফাত। তিনি সিদ্দিক বাজার জুতার দোকানে কাজ করেন। স্ত্রীর সঙ্গে ডিভোর্সের নোটিশ নিয়ে থানায় যান। পরে থানা থেকে বের হয়ে চায়ের দোকানে যান। এরপরে কি হয়েছে আর বলতে পারেন না। আমরা তার পরিবারকে জানিয়েছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কামরাঙ্গীরচরে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক যুবককে উদ্ধার করে থানা কামরাঙ্গীরচর থানা পুলিশ। ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসার পর তার পরিচয় পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।