Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নে পাওয়া যাবে পালস হেলথকেয়ারের সেবা প্যাকেজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২১, ৬:৫৫ পিএম

সুপারশপ স্বপ্ন (এসিআই লজিস্টিকস) এবং ক্লাউড ভিত্তিক টেলিমেডিসিন প্ল্যাটফর্ম পালস হেলথকেয়ার সার্ভিসেসের মধ্যে একটি দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে নির্ধারিত স্বপ্ন আউটলেট থেকে আকর্ষণীয় অফারে পালসের স্বাস্থ্যসেবার প্যাকেজগুলো কেনা যাবে। এই প্ল্যাটফর্মে সারাদেশের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা যেকোনও সময়, যেকোনও জায়গা থেকে ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে রোগীদের পরামর্শ ও প্রেসক্রিপশন দিয়ে থাকেন।
চুক্তিতে এসিআই লজিস্টিকসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর আবু নাসের ও পালস হেলথকেয়ার সার্ভিসেসের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই লজিস্টিকসের হেড অফ বিজনেস মাহাদি ফয়সাল, আনিসুল ইসলাম ও পালস হেলথকেয়ার সার্ভিসেসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আহসানুল হক, হাবিব রহমান, ফাহাদ হসাইন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ