পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন, দ্বিতীয় বউয়ের ক্ষেত্রে পবিত্র কোরআনের নির্দেশনা লঙ্ঘন করেছেন হেফাজত নেতা মামুনুল হক। তিনি গতকাল শুক্রবার ইনকিলাবকে এ কথা বলেন। তিনি বলেন, হেফাজতের ওই নেতা বলেছেন, তিনি ৩-৪টা বিয়ে করতেই পারেন তাতে কার কি? আমিনুল ইসলাম বলেন, এতে আমাদেরও কোন আপত্তি নেই। তবে তা অবশ্যই কোরআন হাদিসের শর্ত মেনে করতে হবে।
কিন্তু ঘাপলা অন্য জায়গায়। তার টেলিসংলাপ সত্য হলে তিনি তো জান্নাত ঝর্নাকে বিয়ে করেননি। কারণ বিয়ে করলে প্রথম স্ত্রীকে বললেন কেন- এটা আমাদের শহিদুল ভাইয়ের স্ত্রী। তার বোনইবা কেন প্রথম বউকে শিখিয়ে দিচ্ছেন তুমি বলবা ‘আমি সব জানি, শাশুড়ি বেঁচে থাকতে বিয়ে করিয়ে দিয়েছেন’।
যে মেয়েটাকে দ্বিতীয় বউ দাবি করছেন তাকে ২ বছরে মামুনুল নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেননি। অর্থাৎ পারিবারিক ও সামাজিক স্বীকৃতিটুকু দেননি। এই সামান্য স্বীকৃতি না দেয়াই প্রমাণ করে, তিনি তার প্রতি ন্যায়বিচার করেননি। যা স্পষ্টত পবিত্র কোরানের নির্দেশনার লঙ্ঘন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।