Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নামে স্মরণিকা প্রকাশ

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০৪ এএম

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নামে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রকাশনা কমিটি দুবাই ও উত্তর আমিরাত। গত শুক্রবার রাত ৮টায় দুবাইস্থ ক্রাউন প্লাজা হোটেলের হলরুমে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক প্রকৌশলী আবু জাফর চৌধুরী'র সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল গনি চৌধুরী'র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ সাহেদুল ইসলাম, স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক এমএ সবুর। স্বাগত বক্তব্য রাখেন স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী আরশাদ হোসেন হিরু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ আবদুল গফুর। আরো বক্তব্য রাখেন স্মরণিকা ফলক উন্মোচন অনুষ্ঠান আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা সেলিমউদ্দীন চৌধুরী, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোর্শেদ চৌধুরী, স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজক কমিটির যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন মাহিন, কমিউনিটি নেতা মোহাম্মদ মাহাবুব আলম মানিক সিআইপি, স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য কাজী মোহাম্মদ আলী, স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজক কমিটির সমন্বয়কারী দুবাই আওয়ামীলীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন,বঙ্গবন্ধুর সুখী সমৃদ্ধ সোনার বাংলা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর জীবনের স্মৃতি চারণ করে বলেন,বঙ্গবন্ধুর আত্মজীবনীতে অনেক সুন্দর সুন্দর উপাদান আছে যা আমাদের শেখার মতো এবং অনুকরণীয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল কবির চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ