Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাস্তিক তোষণ ও উগ্রতার প্রশ্রয়ে জাতি বিপদগ্রস্ত

প্রতিবাদ সভায় নেছারাবাদী হুজুর

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর বলেছেন, মানব-সভ্যতার মানদন্ড হলেন নবী-রাসূল, আওলিয়ায়ে কেরাম ও এফরাত-তাফরীতমুক্ত মুত্তাবেয়ীন ওলামায়ে কেরাম। অসভ্যতা, অপসংস্কৃতি ও সমাজ-গর্হিত কর্মকান্ড মুক্ত আর্দশ-সমাজ গড়ে তোলা তাদের কাজ। সরকারের নাস্তিক তোষণ এবং তা প্রতিরোধে ধর্মের নামে কোনো কোনো দলে অনুপ্রবেশকারী উগ্রবাদীদের কারণে দেশ-জাতি আজ বিপদগ্রস্ত। শিষ্টের পালন দুষ্টের দমনে রাষ্ট্রযন্ত্র যখন ব্যর্থ হয় তখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া বিচিত্র কিছু নয়। গতকাল বাদ আছর দেশব্যাপী আলেম-ওলামাদের প্রতি কট‚ক্তি, বিষোদগার ও লাঞ্ছনা-অবমাননার বিরুদ্ধে ঝালকাঠির নেছারাবাদে অনুষ্ঠিত প্রতিবাদ ও দরূদে নারিয়া পাঠ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেছারাবাদী হুজুর বলেন, আল্লাহর মাইর, জগতের বাইর। আশা করি, দূরদর্শী ও ধার্মিক প্রধানমন্ত্রী বিষয়টি জরুরি সুষ্ঠু তদন্তের ব্যবস্থা নেবেন। নাস্তিকদের ফাঁদে পড়ে রনির বৌকে মামুনুল হকের বৌ সাজিয়ে এবং পুলিশ-প্রশাসনকে উপেক্ষা করে যারা ন্যাক্কারজনক পরিস্থিতির সৃষ্টি করেছে, জাতীয় স্বার্থে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তৌহীদী জনতার দাবি। তারা যদি তওবা না করে, সরকার যদি তাদের শাস্তি-বিধানে গড়িমসি করে, তাহলে আল্লাহর আযাব ও গযব থেকে দেশ, জাতি ও সরকার কেউ রক্ষা পাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ