Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দেশে প্রথম ইউটিউবের ‘গোল্ডেন প্লে বাটন’ পেল জাগো এফএম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ৮:৪৩ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের ‘গোল্ডেন প্লে বাটন’ অর্জন করেছে দেশের জনপ্রিয় রেডিও স্টেশন জাগো এফএম ৯৪.৪। বাংলাদেশের কোন এফএম প্রতিষ্ঠান প্রথমবারের মতো এই গৌরব অর্জন করলো।

সম্প্রতি ইউটিউব কর্তৃপক্ষ জাগো এফএম এর কাছে এই ‘গোল্ডেন প্লে বাটন’ হস্তান্তর করে।

জাগো এফএম এর স্টেশন হেড উদয় চৌধুরী বলেন, “দেশের প্রথম রেডিও স্টেশন হিসেবে ইউটিউবে ১০ লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করার জন্য পুরস্কারটি পেলাম। এটি জাগো এফএম পরিবারের জন্য বিশাল অর্জন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়”।

তিনি আরও বলেন, “জাগো এফএম-এর সবচেয়ে বড় শক্তি শ্রোতাদের ভালোবাসা। এই অর্জনটিও এসেছে তাদের জন্য। এজন্য জাগো এফএম’র সকল সাবস্ক্রাইবার, শ্রোতা ও শুভানুদ্ধায়ীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি”।

উল্লেখ্য, ইউটিউবের কোনো চ্যানেল ১০ লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘গোল্ডেন প্লে বাটন’ দেওয়া হয়। বর্তমানে ইউটিউবে জাগো এফএম এর সাবস্ক্রাইবার ১০ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ