Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পবিত্রতার নামে এতো কিছু বলে অপবিত্র কাজে ধরা পড়ে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ৪:২৭ পিএম

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার মুখ থেকে বেশি কিছু বলতে চাই না। এদের চরিত্রটা কী? গতকালই আপনারা দেখেছেন ইসলামের নামে, ধর্মের নামে, পবিত্রতার নামে এতো কিছু বলে অপবিত্র কাজ করে সোনারগাঁয়ের রিসোর্টে গিয়ে ধরা পড়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সেটা (অপকর্ম) আবার ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। পার্লারে কাজ করে এক মহিলাকে বউ হিসেবে পরিচয় দেয়। অন্যদিকে নিজের বউকে ফোন করে বলে— অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি।’ রোববার (৪ মার্চ) সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় সংসদে উপস্থিত সরকার দলীয় এমপিরা ‘লজ্জা, লজ্জা’ বলে বিরক্তি প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, ‘যারা ইসলামে বিশ্বাস করে, তারা তো এ রকম মিথ্যা কথা বলতে পারে না। তাহলে এরা কী ধর্ম পালন করে? তাহলে মানুষকে কী ধর্ম শেখাবে? হেফাজতের যারা সদস্য তাদেরকে আমি অনুরোধ করব তারা কী একটুও বুঝে, কী ধরনের নেতৃত্ব তাদের। আগুন, জ্বালাও-পোড়াও করে গিয়ে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে, একজন সুন্দরী মহিলা নিয়ে। এটাই তো বাস্তবতা। এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে ছোট করে দিচ্ছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কিছু লোকের জন্য আজকে এই ধর্মটা (ইসলাম) জঙ্গি-সন্ত্রাসীর নাম হচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। ইসলাম ধর্ম সবচেয়ে সহনশীলতা শিখিয়েছে, শান্তির কথা বলেছে। সাধারণ মানুষের কথা বলেছে। সাধারণ মানুষের উন্নয়নের কথা বলেছে। সেই পবিত্র ধর্মকে এরা ধ্বংস করে দিচ্ছে। তারা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। এতো অর্থ কোথা থেকে আসে এই বিনোদনের? সেটা একটা প্রশ্ন। এটা দেশবাী বিচার করবেন। আর আইন তার আপন গতিতে চলবে।’

তিনি আরও বলেন, ‘একজন মুসলমানের দায়িত্ব তার একজন মুসলমানের জানমাল রক্ষা করা। কিন্তু হেফাজতের নামে তারা জ্বালাও-পোড়াও করে যাচ্ছে এবং বিএনপি-জামায়াত তাদের মদদদাতা। এই লজ্জা শুধু বাংলাদেশের নয় জনগণের লজ্জা, সমস্ত পৃথিবীতে মুসলমানের জন্য লজ্জা। আমাদের দুঃখ হলো এই পবিত্র ধর্ম তাকে তারা সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডের ফলে বহু মানুষের জীবন গেছে। এমনকি এই কারণে ২৬ মার্চে অনেক মানুষের জীবন গেছে। এর জন্য দায়ী তারা।’

এ সময় তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আর এইসব অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের বিচার অবশ্যই হবে।’



 

Show all comments
  • Tareq Sabur ৪ এপ্রিল, ২০২১, ৫:৫৫ পিএম says : 0
    প্রধানমন্ত্রীর কথা শুনে স্বয়ং আওয়ামিলীগের সংসদ সদস্যদের চেহারা লজ্জায় লাল হয়ে যাবার কথা। কারন ওনারাও তো মানুষ। এতবড় ধোকাবাজী মানুষ করতে পারে না শয়তানের সাহায্য ছাড়া। মামুনুল হক ঘটনার চিত্রনাট্য কোথায় সাজানো হয়েছে এখন উনারাও টের পাচ্ছেন।
    Total Reply(0) Reply
  • Monjur Rashed ৪ এপ্রিল, ২০২১, ৬:১২ পিএম says : 0
    I would like to request the Prime Minister to make a thorough investigation regarding the mentioned incident and reveal the report to all countrymen.
    Total Reply(0) Reply
  • Tareq Sabur ৪ এপ্রিল, ২০২১, ৬:৪৫ পিএম says : 0
    প্রধানমন্ত্রীর গোয়েন্দারা কি সবাই ইয়াবার নেশায় প্রধানমন্ত্রীকে সব ভুল তথ্য দিল? নাকি প্রধানমন্ত্রী নিজেই দেশের জনগনকে নতুন কিছু দেখাতে গিয়ে গুলিয়ে ফেললেন সব, সেই রানা প্লাজার রেশমা চিত্রনাট্যের মত? আল্লাহ জানেন কোনটা সত্যি, কিন্তু কথা শুনে মনে হলো প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন। এইবার হেফাজতে ইসলামকে বাগে আনা যাবে।
    Total Reply(0) Reply
  • N Islam ৪ এপ্রিল, ২০২১, ৭:১০ পিএম says : 0
    একজন প্রধানমন্ত্রীর কাছে কি আমরা ন্যূনতম দায়িত্বশীল বক্তব্য আশা করতে পারিনা ?
    Total Reply(0) Reply
  • Mahfuzur Rahman ৪ এপ্রিল, ২০২১, ৭:৫৩ পিএম says : 0
    এবার দেশবাসী খুব ভালোভাবেই বুঝলো যে এটা যে একটা ষড়যন্ত্র ছিল ৷ বিচার তো অবশ্যই হবে হাশরে ৷ সেদিনের অপেক্ষায় ...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ