পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা গত ৪ঠা এপিল ২০২১ সকাল ৯.৩০ টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে উক্ত সভায় সভাপতিত্ব করেন আইপিডিসির চেয়ারম্যান জনাব মোঃ আবদুল করিম। এছাড়া ব্র্যাক, আয়েশা আবেদ ফাউন্ডেশন, আরএসএ ক্যাপিটাল লিমিটেড, ব্লুচিপ সিকিউরিটিজ লিমিটেড এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত অন্যান্য পরিচালকগণও এতে অংশ নিয়েছিলেন। অন্যান্যদের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম; কোম্পানি সচিব সামিউল হাশিম; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ৩৯তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ ১২ শতাংশ নগদ লভ্যাংশ ২০২০ সালের জন্য অনুমোদন করেছে। পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।